মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়াকে পিপিই দিলো বাংলাদেশ
মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়াকে পিপিই দিলো বাংলাদেশ
বন্ধুত্বের নিদর্শন এবং ʽমুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে নাইজেরিয়াকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) দিয়েছে বাংলাদেশ। নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান নাইজেরিয়া ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সভাপতি বস মোস্তাফার কাছে পিপিই হস্তান্তর করেন। এ সময় নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসাগি এমানুয়েল এহানিরে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডেলেকে অলুরুন্নিম্বে মামোরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাইকমিশনার শামীম আহসান বলেন, বাংলাদেশ এবং নাইজেরিয়া অন্যান্যদের সাথে কোভিড-১৯ মহামারি মোকাবেলা করছে যা দুই দেশকে আরও ঘনিষ্ঠ করেছে। হাইকমিশন কর্তৃক বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সময়ে প্রতীকী নিদর্শন স্বরূপ পিপিই হস্তান্তর করতে পারায় তিনি আনন্দিত।
অন্যদিকে বস মোস্তাফা বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করে যাচ্ছে। পিপিই হস্তান্তর বন্ধুপ্রতিম দুদেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ