সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিলিপাইনের কৃষিমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

পরবাস ডেস্ক

১৬:২৩, ১৭ নভেম্বর ২০২০

৮৫০

ফিলিপাইনের কৃষিমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং ফিলিপাইনের কৃষিমন্ত্রী উইলিয়াম দার। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের কৃষিমন্ত্রীর সাথে বৈঠকে তারা এ নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত কৃষিক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত অর্জন সম্পর্কে ফিলিপাইনের কৃষিমন্ত্রীকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে যেসকল কৃষক সহায়ক উদ্যোগ নেওয়া হয়েছে তা মন্ত্রীকে বিস্তারিত জানান। ফিলিপাইনের কৃষিমন্ত্রী কৃষিক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। 

ধান, আঁখ, আম, কলা, আনারস, নারকেল, কাঁঠাল এ ধরনের ফসল ও ফল দু’দেশেই উৎপাদিত হয়, তাই এ ধরনের ফসল ও ফলের ক্ষেত্রে দুই দেশের মধ্যে যুগোপযোগী প্রযুক্তি ও দক্ষতা বিনিময় করা গেলে উভয় দেশ লাভবান হবে। প্রযুক্তি বিনিময়ের বিষয়টি আলোচনাধীন আছে বলেও মন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। সামুদ্রিক মাছ, শৈবাল ও গুল্ম চাষ এবং আহরণেও তিনি ফিলিপাইনের সহযোগিতা কামনা করেন। 

ফিলিপাইনের কৃষিমন্ত্রী দার আশা প্রকাশ করেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশের মধ্যে নীতিনির্ধারণী ও প্রায়োগিক ক্ষেত্রে- যেমন কৃষিপণ্যের মূল্য নির্ধারণ, বাজারজাতকরণ, মূল্যসংযোজন, সংরক্ষন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরো সহনশীল জাত ও চাষের উপায় উদ্ভাবন- ইত্যাদি বিষয়ে দু’দেশের মধ্যে অভিজ্ঞতা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের সুযোগ ঘটবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank