দিল্লীতে বাংলাদেশ মিশনে দু’দেশের শিল্পীদের মিলনমেলা
দিল্লীতে বাংলাদেশ মিশনে দু’দেশের শিল্পীদের মিলনমেলা
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন রোববার বাংলাদেশী ও ভারতীয় শিল্পীদের এক মিলনমেলার আয়োজন করে। এতে দু’দেশের বিশিষ্ট চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশির, রফিকুন নবী, মুনিরুল ইসলাম, ফরিদা জামান, শাহাবুদ্দিন, আব্দুস শুকুর শাহ্, রোকেয়া সুলতানা, কালিদাস কর্মকার, দিলারা বেগম জলি, তাজউদ্দিন আহমেদসহ ২৫ জন প্রখ্যাত বাংলাদেশী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। মিশনের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের সাথে রোকেয়া সুলতানা, যতীন দাস, আনন্দ চ্যাটার্জি, অল্কা পান্ডে, কাঞ্চন চন্দর, কিশোর চক্রবর্তী ও সুশান্ত গুহসহ দু’দেশের শিল্পীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বিদেশী কূটনীতিক ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য অভিন, যা সাংস্কৃতিক কর্মসূচি বিনিময়ের মাধ্যমে দু’দেশের জনগণকে আরো কাছাকাছি নিয়ে আসে। তিনি বলেন, ১৯৭২ সালে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মকান্ড শুরু হয়, পরবর্তী সময়ে এর মাধ্যমেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানের শুরুতে, বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডের মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ