শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ || ২ কার্তিক ১৪৩১ || ১২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিল্লীতে বাংলাদেশ মিশনে দু’দেশের শিল্পীদের মিলনমেলা

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৪৯, ৬ জুন ২০২২

৪৮৫

দিল্লীতে বাংলাদেশ মিশনে দু’দেশের শিল্পীদের মিলনমেলা

নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন রোববার বাংলাদেশী ও ভারতীয় শিল্পীদের এক মিলনমেলার আয়োজন করে। এতে দু’দেশের বিশিষ্ট চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশির, রফিকুন নবী, মুনিরুল ইসলাম, ফরিদা জামান, শাহাবুদ্দিন, আব্দুস শুকুর শাহ্, রোকেয়া সুলতানা, কালিদাস কর্মকার, দিলারা বেগম জলি, তাজউদ্দিন আহমেদসহ ২৫ জন প্রখ্যাত বাংলাদেশী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। মিশনের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের সাথে রোকেয়া সুলতানা, যতীন দাস, আনন্দ চ্যাটার্জি, অল্কা পান্ডে, কাঞ্চন চন্দর, কিশোর চক্রবর্তী ও সুশান্ত গুহসহ দু’দেশের শিল্পীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বিদেশী কূটনীতিক ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য অভিন, যা সাংস্কৃতিক কর্মসূচি বিনিময়ের মাধ্যমে দু’দেশের জনগণকে আরো কাছাকাছি নিয়ে আসে। তিনি  বলেন, ১৯৭২ সালে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মকান্ড শুরু হয়, পরবর্তী সময়ে এর মাধ্যমেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

অনুষ্ঠানের শুরুতে, বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডের মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank