সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী অবস্থায় রয়েছে: মোমেন

পরবাস ডেস্ক

২২:৫৯, ১০ এপ্রিল ২০২২

৪৯০

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী অবস্থায় রয়েছে: মোমেন

দু’দেশের কুটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকার একটি পার্টি হলে দু’দেশের কুটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। 

শেখ কামাল স্মৃতি পরিষদ ও নিউ আমেরিকান ভোটারস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য টম ডিসুজি। 

এ সময় তিনি স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন। 

শেখ কামাল স্মৃতি পরিষদের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank