সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের বাঁচার আকুতি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৪৬, ৩ মার্চ ২০২২

আপডেট: ১৫:০৫, ৩ মার্চ ২০২২

৫৩২

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের বাঁচার আকুতি

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে থাকা জাহাজে নাবিকরা জীবন বাঁচানোর জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন। জাহাজটি দেশটির অলভিয়া বন্দরের জলসীমায় আটকে রয়েছে।

এমন অবস্থায় তাদের উদ্ধারের আকুতি জানিয়ে দুইটি ভিডিও বার্তা দিয়েছেন ওই জাহাজে থাকা নাবিকরা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে এক নাবিককে বারবার বলতে শোনা যায়- আমাদের বাঁচান, কোনো জায়গা থেকে সাহায্য আসেনি।

প্রথম ভিভিওতে এক নাবিক বলেন, আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। এতে একজন মারা গেছেন। আমাদের জাহাজে পাওয়ার সাপ্লাই নেই, ইমার্জেন্সি জেনারেটরে চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন, দয়া করে আপনারা আমাদের বাঁচান।

জাহাজটির অপর এক নাবিক আরেকটি ভিডিওতে বলেন, গুজব ছড়িয়েছে আমরা নাকি নিরাপদে পোল্যান্ডে চলে গেছি। এটা ভুল সংবাদ। আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন।

বুধবার ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের (৩৩) নিহত হন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank