শিল্পী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী
শিল্পী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী নিউ ইয়র্কের প্রিমাভেরা গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ’র আয়োজনে দু’দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতিমান সংগীতগুরু মুক্তালিব বিশ্বাস।
গত ৪ ও ৫ ডিসেম্বর, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা নিউ ইয়র্কে প্রথম প্রদর্শনীতে বাছাইকৃত ৩০টি ছবি স্থান পায় এবং বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ব্যক্তিগত জীবনে শিকদার মেজবাহউদ্দিন আহমেদ একজন পাইলট ছিলেন, দীর্ঘকাল ধরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান ঘুরে অগনিত ছবি তুলেছেন, পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার।
সাংবাদিক আকবর হায়দার কিরনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ, প্রখ্যাত অভিনেত্রী রেখা আহমেদ, লেখক ও ক্রীড়াবিদ সাঈদ উর রব, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, কৃতি এথলেট সাইদুর রহমান ডন, খ্যাতিমান ফটোগ্রাফার ওবায়দুল্লাহ মামুন, শামীম সাহেদ, শিল্পী আকতার আহমেদ রাশা, সাংবাদিক মনির হায়দার, সাংবাদিক ও লেখক শিব্বীর আহমেদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, যুক্তরাষ্ট্র ইত্তেফাক প্রতিনিধি শহীদুল ইসলাম, লেখক মিনহাজ আহমেদ, সাংবাদিক নিহার সিদ্দিকী, ব্যবসায়ী গিয়াস আহমেদ বেলাল, বাংলাভিশন নর্থ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসাইন বাদশা।
প্রদর্শনীর শেষদিনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আলোকচিত্রী শিকদার মেজবাহউদ্দিন আহমেদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক আকবর হায়দার কিরন। প্রদর্শনীতে আগত দর্শকরা শিল্পীর তোলা ছবির সৌন্দর্যে বিমোহিত হন এবং গুনীজনেরা ছবির ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ