কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু
কানাডায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি নাদিয়া মজুমদার। দেশটির স্থানীয় সময় ১৯ অক্টোবর (মঙ্গলবার) আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হওয়ার সময় একটি মিনিভ্যান তাকে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২০ অক্টোবর) রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলের এক সহপাঠী তার মরদেহ শনাক্ত করে।
১৭ বছর বয়সী ওই তরুণী বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন। নিহতের বাবার নাম সুমন মজুমদার।
দেশটির পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ওই গাড়িচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
এদিকে নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কেউ ওই দুর্ঘটনা দেখে থাকলে বা মোবাইলে ভিডিও করে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ