সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ 

১২:১৮, ২৮ জুলাই ২০২০

৯৬৮

ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ 

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। সোমবার ( ২৭ জুলাই) রোমে দূতাবাস চত্ত্বরে সকাল থেকে জড়ো হতে থাকেন প্রবাসীরা।  শুরুতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করতে থাকেন তারা। পরে বেলা বাড়ার সাথে সাথে তা রূপ নেয় বিক্ষোভ সমাবেশে। 

দূতাবাসের বিরুদ্ধে দুর্নীতি এবং পাসপোর্ট দালালদের দৌরাত্ম্যের অভিযোগ আনতে থাকেন তারা।

ইতালি প্রবাসী বাংলাদেশিদের ৩১ বছরের ঐতিহ্যবাহী প্রধান কমিউনিটি সংগঠন 'বাংলাদেশ এসোসিয়েশন ইতালি'র বিপ্লবী উইং এই বিক্ষোভে নেতৃত্ব দেয়।
"দালাল নির্মূল ও দূতাবাস দুর্নীতি মুক্তকরণ কমিটি ইতালি" এই ব্যানারে আয়োজন হয় প্রতিবাদ কর্মসূচি।

দূতাবাসের বিরুদ্ধে দুর্নীতি এবং পাসপোর্ট দালালদের দৌরাত্ম্যের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছিলেন প্রবাসীরা।

এ লক্ষ্যে দালাল নির্মূল ও দূতাবাস দুর্নীতি মুক্তকরণ কমিটি ইতালি নামে একটি কমিটিও গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সমিতির সভাপতি আত্মা বেপারীকে।

এ প্রসঙ্গে ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এই প্রতিবেদককে বলেন, 'জননেত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।'

এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বাংলা কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank