সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশিদের ইতালি ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৫০, ৩১ মে ২০২১

৫০৯

বাংলাদেশিদের ইতালি ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে সতর্কতা স্বরুপ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কানদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরও একবার বাড়িয়েছে ইতালি৷ 

এপ্রিলের শেষদিকে এই নিষেধাজ্ঞা জারি করে ইতালি৷ এ নিষেধাজ্ঞা ৩০ মে শেষ হওয়ার কথা থাকলে তা ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে৷ তবে এ নিষেধাজ্ঞা ইতালিয়ান নাগরিকদের জন্য প্রযোজ্য হবে না৷ 

রবিবার (৩০ মে) ইতালিয়ান স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জার মুখপাত্র এ ঘোষণা দেন। 

করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি প্রথম ভারতে শনাক্ত হয়। দেশটির ভয়ানক পরিস্থিতির জন্য যেটাকে দায়ী মনে করা হচ্ছে। 

চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এ ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে ৫৩ দেশে ছড়িয়ে পড়েছে৷ এ ধরনকে বর্তমানে সবচেয়ে চিন্তার বিষয় বলে মন্তব্য করেছে সংস্থার ইউরোপ প্রধান হেন্স ক্লুগে

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank