বুধবার   ২২ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবন্তিকার আত্মহত্যা: জবি শিক্ষার্থীদের ৬ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:০০, ১৬ মার্চ ২০২৪

আপডেট: ১৭:০৪, ১৬ মার্চ ২০২৪

৫৩২

অবন্তিকার আত্মহত্যা: জবি শিক্ষার্থীদের ৬ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শিক্ষার্থীদের দাবি, অবন্তিকাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ অবস্থায় পাঁচ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মার্চ) সকাল থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।

এ সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে সুষ্ঠু বিচার দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। দাবি পূরণ না হলে সোমবার (১৮ মার্চ) সকালে উপাচার্যের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

পাঁচ দফা দাবি হলো-

১. অবন্তিকার হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে।

২. অভিযুক্ত দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

৩. অভিযুক্ত দুইজনকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং ভিক্টিম ব্লেমিং যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৪. অবন্তিকার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাদী হয়ে মামলা করতে হবে এবং নারী নিপীড়ন সেলকে আরও সক্রিয় করতে হবে।

এর আগে, জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মানকে (আম্মান সিদ্দিকী) দায়ী করে শুক্রবার (১৫ মার্চ) রাতে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ অবন্তিকা। এরপর ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের এই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে অভিযুক্ত শিক্ষককে প্রক্টরিয়াল বডি থেকে অব্যাহতি এবং অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank