বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০০, ১ নভেম্বর ২০২২

৮১২

৪০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি

৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।

পিএসসি ২০১৮ সালের ১১ সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিসিএসে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০১৯ সালের ৩ মে। পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। পরে সেবছরের ২৫ জুলাই ফলাফল প্রকাশিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ প্রার্থী।

২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়। তা শেষ হয় একই বছরের ফেব্রুয়ারিতে। সেবছর দেশে করোনা মহামারি শুরু হলে খাতা দেখাসহ অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটে।

পরে ২০২১ সালের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। এরপর করোনা পরিস্থিতির কারণে মৌখিক পরীক্ষার সময়সূচি পাঁচবার পরিবর্তন করে পিএসসি। পরে এ বছরের ৩০ মার্চ চূড়ান্ত ফল প্রকাশ হয়। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank