রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

ক্যাম্পাস করেসপন্ডেন্ট

০০:১৩, ২৬ জুলাই ২০২২

১৭৫২

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় এ ঘটনা ঘটে। 

নিহত বুলবুল লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফজলুল করিম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টায় ছুরিকাঘাতে আহত হন বুলবুল আহমেদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর বুলবুলকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিশ্ববিদ্যালয়ের টিলায় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে অজ্ঞান অবস্থায় নেয়া হয়। পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে নিলে সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কে বা কারা হত্যার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান সহকারী প্রক্টর আবু হেনা পহিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank