সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ তে রাহুল, বাঁধন, অনির্বাণ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

০০:১২, ২৫ ডিসেম্বর ২০২০

আপডেট: ১০:৪৮, ২৫ ডিসেম্বর ২০২০

১৮০৮

‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ তে রাহুল, বাঁধন, অনির্বাণ

বাংলাদেশের লেখক নাজিম উদ্দিনের আলোচিত উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ওয়েব সিরিজ নির্মাণ করছেন এটা পুরনো খবর। জয়া আহসান, পরীমনির নাম ঘুরে সেই ওয়েব সিরিজে বাংলাদেশের অভিনেত্রী বাঁধন অভিনয় করছেন সে খবরও দুদিন আগের।

নতুন খবর হচ্ছে সৃজিতের সেই ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন হিন্দি এবং কলকাতার ছবির জনপ্রিয় মুখ রাহুল বোসও। এছাড়াও থাকছেন কলকাতার ছবির পরিচিত মুখ অনির্বাণ ভট্টাচার্য। এই ওয়েব সিরিজে দেশের জনপ্রিয় অভিনেতা মোশররফ করিম এবং চঞ্চল চৌধুরীর অভিনয় করছেন এমন খবরও শোনা গিয়েছিল। তবে পরিচালক সৃজিত মুখার্জি বলেছেন, ইচ্ছে থাকার পরও করোনা পরিস্থিতির কারণে ওয়েব সিরিজটির শুটিং বাংলাদেশে করা সম্ভব হচ্ছে না। যে কারণে বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করার ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে।
 
ইতিমধ্যে পশ্চিবাংলায় ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। সৃজিতের এই ওয়েব সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank