বুধবার   ২২ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার রাশিয়ায় সেবা বন্ধ করলো নেটফ্লিক্স

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৩১, ৭ মার্চ ২০২২

৭২০

এবার রাশিয়ায় সেবা বন্ধ করলো নেটফ্লিক্স

জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স রাশিয়ায় তাদের সেবা সাময়িকভাবে স্থগিত করেছে।

রাশিয়ার ইউক্রেনে আক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রবিবার (৬ মার্চ) জানিয়েছে নেটফ্লিক্স-এর মুখপাত্র।

রাশিয়ার ওপর চলমান সাংস্কৃতিক নিষেধাজ্ঞায় সর্বশেষ যোগ হলো নেটফ্লিক্স। এর আগে হলিউডের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় তাদের সিনেমা মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছিল।

এর আগে ২৮ ফেব্রুয়ারি নেটফ্লিক্স জানিয়েছিল এটি রাশিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলগুলো প্রদর্শন করবে না। এ সপ্তাহের শুরুতে কোম্পানিটি রাশিয়ান ভাষার সবধরনের অনুষ্ঠান তৈরি স্থগিত করে।

বিশ্বব্যাপী নেটফ্লিক্স-এর প্রায় ২২২ মিলিয়ন সেবাগ্রহীতা আছে। আর রাশিয়াতে নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখের কিছু কম।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank