শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ || ২ কার্তিক ১৪৩১ || ১২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রশংসিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জারসন বম 

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৪

৩৮৬

প্রশংসিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জারসন বম 

বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণরা কেবল পাহাড়েই জীবন কাটিয়ে দিচ্ছেন না। বরং সমতলের মানুষের সাথে মিশে সৃজনশীল দক্ষতার মাধ্যমে নিজেদের এগিয়ে নিচ্ছেন। তাদের একজন বম সম্প্রদায়ের জারসন বম। ভালোবাসা দিবস উপলক্ষে ‘শুধু তোমাকেই ভালোবাসি’ নামে একটি নাটক নির্মাণ করেছেন তিনি।

ভালো লাগা, ভালোবাসা আর একটি হঠাৎ দুর্ঘটনাকে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়েছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। গল্প লিখেছেন প্রসেনজিৎ ওঝা। গেল ৪ ফেব্রুয়ারি প্রটিউন থিয়েটার বক্স ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে।

নাটক প্রসঙ্গে জারসন বম বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালো কিছু নির্মাণ করতে। ইউটিউবের কমেন্টগুলো পড়ে মনে হলো, আমার নির্মাণ সার্থক হয়েছে। দর্শক প্রশংসা করছেন। সামনে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই।’

জারসন বম রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। জনপ্রিয় পরিচালক মাবরুর রশীদ বান্নাহর সহকারি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank