রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই

বিনোদন ডেস্ক

১৮:৪৫, ৬ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৮:৪৫, ৬ ডিসেম্বর ২০২০

৭৯৪

বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই

চলে গেলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। হার্ট অ্যাটাকে রবিবার (৬ ডিসেম্বর) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর। 

এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বীণ চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত। ২০১৫ সালের টেলি-সম্মান পুরস্কারে তাকে লাইভটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করেছিলাম। তার পরিবার, সহকর্মী ও গুণমুগ্ধদের আমার সমবেদনা।’

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় মনু মুখোপাধ্যায়ের জন্ম। প্রথম জীবনে ১৯৫৭ সালে প্রম্পটার শ্রীরঙ্গম থিয়েটারে যোগ দেন। বর্তমানে যা বিশ্বরূপা থিয়েটার বলে পরিচিত। 

ছয়ের দশকে সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মহল, রং মহল, স্টার থিয়েটারেও কাজ করেছেন তিনি। ক্ষুধা নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিনয় করেছিলেন মনু মুখোপাধ্যায়। সেখান থেকেই অভিনয় জগতে পরিচিতি মেলে। 

মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ কাজ করে মনু মুখোপাধ্যায় সিনেমা জগতে আসেন। এরপর উত্তরায়ণ, অশনি সংকেত, জয় বাবা ফেলুনাথ, দাদার কীর্তি, সাহেব, গণশত্রু, পাতালঘর, বাকিটা ব্যক্তিগত, গয়নার বাক্সসহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ব্যোমকেশ মাকড়সার রস ওয়েব সিরিজেও।

টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালেও জনপ্রিয় মুখ ছিলেন মনু মুখোপাধ্যায়। তবলা বাদক হিসেবে বিশেষ পরিচিতি ছিল তার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank