বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১০ পৌষ ১৪৩১ || ২০ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনেতা সিদ্দিককে মামলার হুমকি প্রাক্তন স্ত্রীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৩৫, ১৮ জানুয়ারি ২০২৩

১১৪৫

অভিনেতা সিদ্দিককে মামলার হুমকি প্রাক্তন স্ত্রীর

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান ২০১২ সালের ২৪ মে ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী মারিয়া মিমকে। এক বছর পর ২০১৩ সালের ২৫ জুন জন্ম নেয় তাদের পুত্রসন্তান আরশ। তবে ২০১৮ সালে মিম মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাইলে রাজি হননি সিদ্দিক। এ নিয়ে সৃষ্ট জটিলতায় বিচ্ছেদ হয়ে যায় দুজনের।

এই অবস্থায় সিদ্দিকের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী মারিয়া মিম। সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে এই হুমকি দিয়েছেন তিনি।

মিম লিখেছেন, ‘আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েকদিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি তখন বোঝা যায় ওকে ব্রেনওয়াশ করা হয়েছে। এটা আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সবকিছু নরমাল হয়ে যায়।’

ছেলেকে সিদ্দিক ব্রেনওয়াশ করছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আরশ যখন ওই বাসায় যায় তখন ওর মাথায় দেওয়া হয় ১২ বছর হলে তোমাকে কোর্টে নেবে তখন তুমি বলবা বাবার কাছে থাকব। এ সবই এই ছোট বাচ্চাকে বলা হয়। এখন আমার কথা হলো—এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুল থেকে শুরু করে সবকিছু ভরণপোষণ আমি করি, আমি বড় করতেছি আর সে বড় করে নিয়ে যাবে ১২ বছর হলে। আমি এখন মামলা দেব যে, বাচ্চা নিয়ে ব্রেনওয়াশ করে পাঠানো হয়। যখনই বাসায় যায় তখনই এমনটা করে। আমি এর শেষ দেখে ছাড়ব।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank