ডিভোর্স মান কমায় না: শবনম ফারিয়া
ডিভোর্স মান কমায় না: শবনম ফারিয়া
ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া স্বভাবে অনেকটাই ঠোঁটকাটা! যে কারণে সত্য কথা মুখের ওপর বলেও তিনি প্রায় সময় আলোচনায় থাকেন।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শবনম ফারিয়া। সমসাময়িক নানা বিষয় নিয়ে ফেসবুকে নিজের ভাবনার কথা বলেন তিনি। এ ছাড়া ব্যাক্তি জীবন নিয়েও মাঝেমধ্যে পোস্ট দেন।
আজ বুধবার (৯ নভেম্বর) দুপুরে ফারিয়া ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি তালাকপ্রাপ্ত নারী ও তাদের নিয়ে আশেপাশের লোকদের ভাবনা বিষয়ক কিছু কথা তুলে ধরে বলেন, ‘‘আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন আছেন যারা ভাবেন, যদি কেউ তালাকপ্রাপ্ত হয় তবে তারা ‘সহজলভ্য’।’’
ডিভোর্সি নারী মানেই সহজলভ্য নয়। এতে কারো মান কমে যায় না। ফারিয়ার কথায়, ‘না বন্ধু, ডিভোর্স তার মান কমায় না! এমনকি যদি তার বিবাহবিচ্ছেদ হয় তবে সে তার মানের অন্তর্গত কাউকে খুঁজে পাবে।’
পোস্টে সঙ্গীর যোগ্যতার ব্যাপারটিও বিশদভাবে তুলে ধরেন ফারিয়া। তিনি লেখেন: ‘যোগ্যতার মধ্যে রয়েছে ব্যক্তির শিক্ষা, পারিবারিক পরিচয়, উপার্জন, চেহারা, উচ্চতা সবকিছু।’
ফারিয়া কিছু দিন আগে পরিবার নিয়ে ভারতের কাশ্মির থেকে ঘুরে এসেছেন। সবশেষ ‘হোটেল নিরিবিল’ নাটকে দেখা গিয়েছিল তাকে। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।
আরও পড়ুন
জনপ্রিয়
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!