রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বন্যার্তদের পাশে হানিফ সংকেত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৪৮, ১৯ জুন ২০২২

আপডেট: ১৮:৪৯, ১৯ জুন ২০২২

১০২৮

বন্যার্তদের পাশে হানিফ সংকেত

সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে। এই দুর্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, বাপ্পী চৌধুরী,অনন্ত জলিল প্রমুখ।  এবার যুক্ত হলেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত।

তিনি জানিয়েছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে।

রোববার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।

হানিফ সংকেত বন্যার পরিস্থিতি তুলে ধরে ফেসবুক পেজে লেখেন, ‘আধ্যাত্মিক ঐতিহ্যের পুণ্য ভূমি, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী সিলেটে ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ। সময়ের সাথে সাথে বাড়ছে পানি, ডুবছে জনপদ, বাড়ছে দুর্ভোগ। বাড়ছে খাদ্য ও পানির চরম সংকট। যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। এরই মধ্যে চলছে অবিরাম বর্ষণ। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশংকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন।’

তিনি আরও লেখেন, ‘মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অসহায় মানুষ। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি দুর্গতদের পাশে দাঁড়াতে। দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান-আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দেই সহযোগিতার হাত।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank