রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাদী মহম্মদ-অণিমা রায়ের বৈশাখী নিবেদন 

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৬:০৯, ১৩ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:১০, ১৩ এপ্রিল ২০২২

৬৭৩

সাদী মহম্মদ-অণিমা রায়ের বৈশাখী নিবেদন 

বাংলা নববর্ষ উপলক্ষে গুরু-শিষ্যের নিবেদন হিসেবে মুক্তি পেলো রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। সাদী মহম্মদ ও অণিমা রায়ের কন্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক। গানটি প্রকাশ হলো অণিমা রায়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে। 

উল্লেখ্য, বর্তমান সময়ের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায় তার শিক্ষক কিংবদন্তী সাদী মহম্মদের সাক্ষাৎ ছাত্রীর সাথে প্রথম কোনো রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করলেন। 

বৈশাখী নিবেদন প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পয়লা বৈশাখ মূলত বাঙালির সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণের উধের্¦ গিয়ে বৈশাখ আমাদের বাঙালিসত্ত্বার এক অনবদ্য উৎসব। সেই উৎসবের স্মারক হিসেবেই গানটি তৈরি করা। সাদী মহম্মদ আমার প্রিয় শিক্ষক। আমার এই রবীন্দ্রঅনুরাগী হয়ে ওঠার পেছনে যার অবদান অনেক। সাদী স্যারের সাথে আমার এক স্টেজে গান করা, টিভি লাইভ পারফর্মেন্স করা হয়েছে। কিন্তু সেই অর্থে দ্বৈত গানের রেকর্ড করা হয়নি। এবারের বৈশাখে সেই উপহারটিই দেবার চেষ্টা করলাম।’

দ্বৈত গান প্রসঙ্গে দেশবরেণ্য কন্ঠশিল্পী সাদী মহম্মদ বলেন,‘অণিমা যখন আমার ছাত্রী ছিল, তখনও আমার খুব প্রিয় ছাত্রী হিসেবেই ছিল। আজ ও অনেক জনপ্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওর সাফল্য আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সাথে একটি ডুয়েট গানের ব্যাপারে যখন আমাকে তানভীর বললো, তখন বললাম তানভীর তুমি তোমার মতো কম্পোজিশন করো, আমি গাইব। প্রিয় ছাত্রীর সাথে একটি গান রেকর্ড হলো, এটাও এক আনন্দের অনুভ‚তি। বাংলা নববর্ষে আমার শ্রোতাদের একটি নিবেদন করতে পারলাম এটিও আনন্দের ব্যাপার।’

গানটির সঙ্গীতায়োজন প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন,‘সাদী ভাইকে আমার সুরে দুটি গান করানোর পরিকল্পনা যখন করছি। তার মাঝেই যখন বৈশাখ এলো, ভাবলাম অণিমার সাথে এই উপলক্ষে একটি দ্বৈত গানের রেকর্ড তৈরি করি। সেভাবেই গানটির নির্মানভাবনা। রবীন্দ্রনাথের কোন গানটি করবো, এটিও সাদী ভাইয়েরই সিলেক্ট করে দেয়া। আমি চেয়েছি দুজনার কন্ঠে আমার মতো করে একটি সঙ্গীতায়োজন রাখার।’

সাদী মহম্মদ ও অণিমা রায়ের কন্ঠে ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছ’ গানটি আজ ১৪ এপ্রিল পয়লা বৈশাখের বিশেষ অনুষ্ঠানে বিটিভিতে প্রচার হবে। এছাড়া গানটি আজ অণিমা রায়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির একটি লিরিকাল ভিডিও অবমুক্ত করা হবে।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank