শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদে এটিএন বাংলায় ইকবাল বিন আনোয়ারের একক সঙ্গীতানুষ্ঠান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২০:১৫, ৮ মে ২০২১

৭৭৪

ঈদে এটিএন বাংলায় ইকবাল বিন আনোয়ারের একক সঙ্গীতানুষ্ঠান

ঈদে এটিএন বাংলার পর্দায় থাকছে শিল্পী এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)-এর একক সঙ্গীতানুষ্ঠান। ‘আইসা পড়ছে গাড়ি আমার’- শিরোনামে দশটি গান শোনাবেন এ কণ্ঠশিল্পী। অনুষ্ঠানের শিল্পীর গাওয়া ফোক, ফোক-ফিউশন এবং আধুনিক ধারার গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালকেরা। বেলাল খান, মান্নান মোহাম্মদ, তরুণ মুন্সি, রাজেশ ঘোষের মতো নামকরা সুরকারদের সঙ্গে তরুণ এস এম আতিকের সুরে গান গেয়েছেন ডন। অনুষ্ঠানের শিরোনাম সঙ্গীত আইসা পড়ছে গাড়ি আমার শিল্পীর নিজের লেখা এবং সুর করা। 

গত বছর রোজার ঈদেও এটিএন বাংলায় গানের অনুষ্ঠানে দেখা গেছে ইকবাল বিন আনোয়ার ডনকে। যা ছিল তার প্রথম গাওয়া কোনো সঙ্গীতানুষ্ঠান। সেবার গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেলেও সেগুলো স্টুডিওতে নির্মাণ করা হয়েছিল। এবারের অনুষ্ঠানে গানের পাশাপাশি লোকেশনে বৈচিত্র্যতা আনা হয়েছে। গানগুলোর শুটিং করা হয়েছে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ির মতো প্রাকৃতিক সৌন্দর্যঘেরা মনোমুগ্ধকর জায়গাতে। 

ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার বলেন, আশাকরি গেলো ঈদের মতো এবারের ঈদের গানগুলো আপনাদের ভালো লাগবে। বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গানগুলো তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতামনে দাগ কাটবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank