শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্র্যামিতে রাণির আসনে বিয়ন্সে, টেইলর সুইফটের ইতিহাস

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:৪৩, ১৫ মার্চ ২০২১

৮৫৭

গ্র্যামিতে রাণির আসনে বিয়ন্সে, টেইলর সুইফটের ইতিহাস

সর্বমোট ২৮ টি পুরস্কার জিতে গ্র্যামির শীর্ষ পুরস্কার বিজয়ী হলেন বিয়ন্সে। সেরা অ্যালবাম টেইলর সুইফটের
সর্বমোট ২৮ টি পুরস্কার জিতে গ্র্যামির শীর্ষ পুরস্কার বিজয়ী হলেন বিয়ন্সে। সেরা অ্যালবাম টেইলর সুইফটের

একের পর এক পুরস্কার জেতায় তাকে ডাকা হতো গ্র্যামির রাণি। ৬৩ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে চারটি পুরষ্কার জিতে রেকর্ড খাতাতেও নিজেকে রাণি বানালেন বিয়ন্সে নোয়েলস। 

এখন পর্যন্ত ২৮ পুরস্কার জিতে গ্র্যামিতে সর্বোচ্চ সংখ্যত পুরস্কার বিজয়ী তালিকার শীর্ষস্থান দখল করেছেন বিয়ন্সে। ছাপিয়ে গেছেন ২৭ টি পুরস্কার জেতা অ্যালিসন ক্রওসকে। এবছর মোট ৯টি পুরস্কারের জন্য মনোনিত হয়েছিলেন বিয়ন্সে।

রবিবার (১৪ মার্চ) স্থানী সময় রাতে বিয়ন্সে জিতেছেন- ‘ব্ল্যাক প্যারেড’ গানের জন্য সেরা আরএন্ডবি পারফর্মার, মেগান দ্য স্ট্যালিয়নের সাথে ‘স্যাভেজ’ গানের জন্য সেরা র‌্যাপ গান ও সেরা র‌্যাপ পারফরম্যান্স ও ‘ব্রাউন স্কিন গার্ল’ এর জন্য সেরা মিউজিক পুরস্কার। 

পুরস্কার নেয়ার সময় বিয়ন্সে বলেন, রেকর্ড ভাঙতে পেরে আমি সম্মনিত বোধ করছি। আমি বিশ্বাসই করতে পারছিনা কি ঘটছে। এটা আমার জন্য এক জাদুকরী রাত।

এদিকে ‘ফোকলোর’ মাধ্যমে বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন টেইলর সুইফট। প্রথম নারী হিসেবে তিনবার পুরস্কারটি জিতলেন এই ৩২ বছর বয়সী সঙ্গীত শিল্পী। 

রেকর্ড অব্য দ্য ইয়ার পুরস্কার জিতে নিজেই হতবাক হয়েছেন বিলি আইলিশ। কারণ এই শিল্পী ভেবেছিলেন পুরস্কারটি মেগান দ্য স্ট্যালিয়নের ‘স্যভেজ’ গানের দখলে যাবে। 

পুরস্কার হাতে নিয়ে এই শিল্পী জানান, আমি অনেকটা লজ্জায় পড়ে গেছি। কারণ আমি মেগানের জন্য একটি বক্তব্য প্রস্তুত করে রেখেছিলাম। মেগান, তুমিই এটার যোগ্য। 

৬৩ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ৮৩ টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। সেখানের উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো। 

রেকর্ড অব দ্য ইয়ার- এভরিথিং আই ওয়ানটেড (বিলি আইলিশ)
সং অব দ্য ইয়ার- আই কান্ট ব্রিথ (এইচ.ই.আর)
অ্যালবাম অব দ্য ইয়ার- ফোকলোর (টেইলর সুইফট)
বেস্ট নিউ আর্টিস্ট- মেগান দ্য স্ট্যালিয়ন
বেস্ট পপ পারফরম্যান্স- রেইন অন মি (লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে)
রেস্ট রক পারফরম্যান্স- দ্য নিউ অ্যাবনরমাল (দ্য স্ট্রোকস)
বেস্ট আরএনবি পারফরম্যান্স- ব্লাক প্যারেড (বিয়ন্সে)
বেস্ট আরএন্ডবি অ্যালবাম- বিগার লাভ (জন লিজেন্ড)
বেস্ট র‌্যাপ সং- স্যাভেজ (বিয়ন্সে ও মেগান দ্য স্ট্যালিয়ন)
বেস্ট কান্ট্রি অ্যালবাম- ওয়াল্ডকার্ড (মিরান্ডা লেম্বার্ট)

৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ড উপস্থাপন করবেন ‘দ্য ডেইলি শো’ এর উপস্থাপক ট্রেভর নোয়া। অনুষ্ঠানটি ৩১ জানুয়ারি আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ১৪ মার্চ করা হয়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank