বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

 বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:১০, ৭ মার্চ ২০২১

আপডেট: ১৬:২২, ৭ মার্চ ২০২১

৬৫৯

 বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

মিঠুনকে দলের পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান কৈলাশ বিজয়বর্গিয় ও দিলীপ ঘোষ।
মিঠুনকে দলের পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান কৈলাশ বিজয়বর্গিয় ও দিলীপ ঘোষ।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) তে যোগ দিলের কলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার (৭ মার্চ) কলকাতার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদির জনসভার আগে দলটিতে যোগ দেন তিনি।

ধূতি-পাঞ্জাবি পরে মঞ্চে ওঠা মিঠুনকে দলের পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয় ও পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ।

মিঠুন চক্রবর্তীতে যে বিজেপিতে যোগ দিবেন তা আগেই অনেকটা আঁচ করা গেছে। শনিবার (৬ মার্চ) কৈলাশ বিজয়বর্গিয়র সাথে দেখা করেন এই বর্ষিয়ান অভিনেতা। বৈঠক শেষে বের হওয়ার পর তাকে প্রশ্ন করা হলে উত্তর দেন- জনসভায় বক্তব্য দিব, কিছু না কিছু তো হবেই। 

রাজনীতিতে অবশ্য এবারই প্রথম নয় মিঠুন চক্রবর্তী। এর আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৪ সালে রাজ্যসভার সদস্য নির্বাচন হন তিনি। এবার সে দলেরই বিপক্ষে লড়বেন মিঠুন। 

পশ্চিমবঙ্গে বিধানসভার ২৯৪টি আসনে আট ধাপে নির্বাচন হবে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। ফল ঘোষণা হবে ২ মে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank