বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অমিতাভ বচ্চনের অস্ত্রোপচার সফল, শুনালেন মজার গল্প

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:০৬, ১ মার্চ ২০২১

আপডেট: ১৭:১৯, ১ মার্চ ২০২১

৮৩৯

অমিতাভ বচ্চনের অস্ত্রোপচার সফল, শুনালেন মজার গল্প

চোখে অস্ত্রোপচার হয়েছে অমিতাভ বচ্চনের।
চোখে অস্ত্রোপচার হয়েছে অমিতাভ বচ্চনের।

অস্ত্রোপচার হবে জানানোর পর থেকেই উদ্বেগ দেখা দেয় অমিতাভ বচ্চন ভক্তদের মনে। ঠিক কী কারণে যেতে হচ্ছে শল্য চিকিৎসকের টেবিলে তা না জানায় ভয় ছিল আরও বেশি। তবে রবিবার (১ মার্চ) সব ধোঁয়াশা দূর করে দিয়েছেন বিগ বি। অস্ত্রোপচার সফল হওয়ার পাশাপাশি জানিয়েছেন কারণও। 

নিজের ব্লগে অমিতাভ বচ্চন জানান, তিনি ভালো আছেন। সে সাথে বলেন তার চোখে অস্ত্রোপচার হয়েছে। বিগ বি লিখেন, আপনাদের ভালোবাসা, শুভকামনা ও উদ্বেগের জন্য ধন্যবাদ। ৭৮ বছর বয়সে চোখের অস্ত্রোপচার একটু কঠিন এবং দক্ষ হাতের প্রয়োজন। অপারেশন সফল হয়েছে তবে দৃষ্টিশক্তি এখনও ঝাপসা তাই টাইপিংয়ে ভুল হতে পারে। দয়া করে ক্ষমা করে দেবেন। 

ব্লগে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তী গ্যারি সোবার্সের গল্প জানিয়ে নিজের সাথে তুলনাও করেন অমিতাভ বচ্চন। তিনি লিখেন, একদিন শোচনীয় অবস্থায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। দলের হার নিশ্চিত দেখে রাম-এর বোতলে কয়েক চুমুক বসিয়ে দেন সোবার্স। সে ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করেন তিনি। 

তার এমন কীর্তি নিয়ে প্রশ্ন করা হলে সোবার্স বলেন, আমি একসঙ্গে তিনটি বল দেখছিলাম এবং মাঝখানের বলে ব্যাট চালিয়েছি। অমিতাভ বচ্চন লিখেন, আমিও সোবার্সের মতো তিনটি বর্ণ দেখতে পাচ্ছি আর মাঝখানেরটা বেছে নিচ্ছি। 

আপাতত স্বস্তি মিললেও উদ্বেগ পুরো কাটেনি। কারণ একটি চোখে অস্ত্রোপচার হয়েছে অমিতাভ বচ্চনের। অপর চোখেও কম দেখতে পাওয়ায় আবারো অপারেশন টেবিলে যেতে হবে বিগ বি-কে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank