জুরাইনে শেষ ঠিকানায় এটিএম শামসুজ্জামান
জুরাইনে শেষ ঠিকানায় এটিএম শামসুজ্জামান
ছবি: সংগৃহিত |
রাজধানীর জুরাইন কবরস্থানে বড় ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। শনিবার বাদ আসর সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে বাদ জোহর নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে এটিএম শামসুজ্জামানের ইচ্ছে অনুসারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় মারা যান দেশবরেণ্য এই অভিনেতা।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। পরিবার সূত্রের বরাতে এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরান ঢাকায় আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়।
এর আগেও একাধিকবার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো এটিএম শামসুজ্জামানকে। ২০২০ সালের ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।
কৌতুকময় চরিত্রের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রিয় মানুষের মন জয় করে নেওয়া একজন অভিনেতা ছিলেন এই এটিএম শামসুজ্জামান। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের জন্য আজীবন সম্মাননাসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ছয়বার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!