বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবশেষে একসঙ্গে টাইগার-সারা

বিনোদন ডেস্ক

১৪:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২১

৬৭৭

অবশেষে একসঙ্গে টাইগার-সারা

অভিষেকের পর থেকেই উড়ছেন সারা আলি খান। ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে যাত্রার পর একাধিক বড় ব্যানারের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময়ী তরুণ প্রয়াত সুশান্ত সিং রাজপুত এবং হালের সেনসেশন রণবীর সিং, কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ানের সঙ্গে তাকে পর্দায় রোমান্স করতে দেখা গেছে। 

তবে দেখা যায়নি হার্টথ্রব টাইগার শ্রফের বিপরীতে। অবশেষে তার সঙ্গেও জুটি বাঁধতে যাচ্ছেন সাইফ কন্যা। সবকিছু ঠিকঠাক থাকলে জাঁদরেল বলি অভিনেতা জ্যাকি শ্রফ পুত্রের সঙ্গে ‘বাঘি ৪’ এ পারফরম করতে যাচ্ছেন সারা। তুমুল ব্যবসাসফল বাঘি সিরিজের আসন্ন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। এজন্য শুভক্ষণ খুঁজছেন যুগের ক্রেজ।

এর আগে ‘হিরোপান্তি ২’তে টাইগারের সঙ্গে অভিনয় করার কথা ছিল সারার। তবে মাদককাণ্ডে নাম জড়ানোয় শেষ পর্যন্ত তা আর করা হয়নি। এবার ‘বাঘি ৪’ এ জুটিবদ্ধ হচ্ছেন তারা। ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। অভিনেত্রীকে নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘বাঘি ৪’ এর ফ্রন্টলাইনে রয়েছেন সারা। ’হিরোপান্তি ২’তে তাকে নেওয়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তার পরিবর্তে নেওয়া হয় তারা সুতারিয়াকে। তবে সাজিদ এক কথার মানুষ। নিজের পরবর্তী সিনেমার নায়িকার জন্য সারাকে প্রস্তাব দিয়েছেন তিনি। নারী চরিত্রটিও সাইফ তনয়ার পছন্দ হয়েছে। এখন শিডিউলের বিষয়টি চূড়ান্ত করছেন তিনি।   

বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত টাইগার। ‘হিরোপান্তি ২’ এর পর ‘বাঘি ৪’ ছবির শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে, সারার ঝুলিতেও রয়েছে একাধিক ফিল্ম। ‘আতরাঙ্গি রে’ ছাড়া ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ এবং দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি চলচ্চিত্রে কাজ করবেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank