করণের ‘স্বপ্নের ছবি’ বন্ধের মুখে
করণের ‘স্বপ্নের ছবি’ বন্ধের মুখে
বহুল আলোচিত ‘তখত’ দিয়ে পরিচালনায় ফেরার কথা ছিল করণ জোহরের। কিন্তু ছবিটির ভবিষ্যতই এখন অনিশ্চিত। তবে তিনি বলছেন, পরিকল্পনা বাতিল নয়, কেবল কাজের সময় পিছিয়েছে।
যদিও অনেকের ভাষ্য, নিজের ‘স্বপ্নের প্রকল্প’ আপাতত শিকেয় তুলে রেখেছেন করণ। নেপথ্যে কয়েকটি কারণ রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে এ ছবি এখনই করতে চান না তিনি।
সঞ্জয়লীলা বানসালীর ‘পদ্মাবত’-এ ইতিহাসের উপস্থাপনাকে কেন্দ্র করে হট্টগোল বাঁধে। সেই আশঙ্কা করছেন করণও। কারণ তার এ ছবিও ইতিহাসনির্ভর। এর প্রস্তুতিতেও বানসালীর ঘরানার ছাপ স্পষ্ট। কেননা তার মতোই রাজকীয় পটভূমি তৈরির পরিকল্পনা করেন ‘কাভি খুশি কাভি গাম’ নির্মাতা।
গুঞ্জন, করণের প্রযোজনায় ‘কলঙ্ক’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ফলে ফের ঝুঁকি নিতে চাচ্ছেন না। ‘তখত’-এর মতো বড় বাজেটের ছবিতে বিনিয়োগ করার আগে ভাবনাচিন্তা করছেন তিনি।
ধর্মা প্রোডাকশনসের ‘ব্রহ্মাস্ত্র’ এখনও শেষ হয়নি। তাদের প্রযোজনার তালিকায় রয়েছে ‘লাইগার’, ‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’, ‘দোস্তানা টু’র মতো আরও বেশ কয়েকটি ছবি।
শোনা যাচ্ছে, ‘তখত’-এর প্রযোজনায় পার্টনারশিপের জন্য কয়েকটি বড় স্টুডিওর সঙ্গে দেনদরবার করেছেন করণ। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। তাই ‘সেটি’ আপাতত স্থগিত রাখছেন তিনি। পরিবর্তে সেই ছবির অন্যতম মুখ আলিয়া ভাট ও রণবীর সিংকে নিয়ে একটি রোমান্টিক ছবির পরিকল্পনা করছেন গুণী নির্মাতা।
এছাড়া ‘তখত’-এর আরেক প্রধান মুখ কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা হওয়ায় আগামী কয়েক মাস কাজ থেকে বিরতি নিচ্ছেন। সমস্যা সৃষ্টি হয়েছে ছবির কনটেন্ট নিয়েও। এতে মুঘল শাসকদের কী আলোয় দেখানো হবে, তা স্পষ্ট নয়।
এছাড়া জটিলতা তৈরি হয়েছে কাহিনির বিশদ গবেষণা নিয়ে। যথাযথ হোমওয়ার্ক না করেই এ পিরিয়ড পিসে হাত দিতে গিয়েছিলেন করণ। বানসালীর মতো সেট জাঁকজমক করেই প্রতিযোগিতায় নামতে চেয়েছিলেন।
তবে ‘পদ্মাবত’-এর অনুকরণে তৈরি করতে চাওয়া সেটের পরিকল্পনা জমাট বাঁধেনি। কারণ, হিন্দু রাজাদের দরবারের সঙ্গে মুঘল আমলের বিস্তারিত মেলে না। তাই প্রতিদ্বন্দ্বিতা ও তুলনার ভয়ে পিছিয়ে গিয়েছেন তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!