রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬ নভেম্বর ১৯৫২ - ১৯ জানুয়ারি ২০২১

জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট

০৭:৩৫, ১৯ জানুয়ারি ২০২১

আপডেট: ১২:১২, ১৯ জানুয়ারি ২০২১

৩৮৬৫

৬ নভেম্বর ১৯৫২ - ১৯ জানুয়ারি ২০২১

জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই

মজিবুর রহমান দিলু
মজিবুর রহমান দিলু

বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু আজ ভোর ৬:৩৫ এ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্ম ৬ নভেম্বর ১৯৫২, চট্টগ্রামে। 

২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন দিলু। এরপর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন। তিনি শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ে নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

মজিবুর রহমান দিলু’র প্রতি শ্রদ্ধা  ও দাফন

১৯ জানুয়ারি ২০২১ 
দুপুর ১:০০ 
জানাজা - ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ
দুপুর ৩:০০ - ৪:০০ 
শ্রদ্ধাঞ্জলি -  বাংলাদেশ শিল্পকলা একাডেমি 
বিকাল ৫:০০ 
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা ও দাফন - বনানী কবরস্থান

আরও পড়ুন: অভিনেতা মজিবুর রহমান দিলুর অবস্থা সংকটাপন্ন

মঞ্চ থেকে অভিনয় জীবনের শুরু মজিবুর রহমান দিলুর। ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। মুজিবুর রহমান দিলুর উল্লেখযোগ্য মঞ্চনাটক হচ্ছে - আমি গাধা বলছি, নানা রঙ্গের দিনগুলি, জনতার রঙ্গশালা। তার উল্লেখযোগ্য টিভি নাটক নীল পানিয়া, মহাপ্রস্থান, কিছু তো বলুন, তথাপি, আরেক ফাল্গুন। উল্লেখযোগ্য ধারাবাহিক - সময় অসময় এবং  সংশপ্তক। তার অভিনীত সংশপ্তক এর মালু চরিত্রটি আজও দর্শকদের  মনে দাগ কেটে আছে। আশির দশকে ছোটদের জনপ্রিয় গল্প ও সংগীত এর সমন্বয়ে শ্রুতি নাটক  টোনাটুনি প্রকল্পের নির্দেশক ছিলেন দিলু। তার কণ্ঠে পাতা ওল্টাও, শিশুদের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিলো যা আজও অনেকেই মনে রেখেছেন। 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank