নভেরাকে নিয়ে অনন্যা রুমার ডকু ফিল্ম প্রদর্শিত
নভেরাকে নিয়ে অনন্যা রুমার ডকু ফিল্ম প্রদর্শিত
![]() |
সময়ের চেয়ে এগিয়ে চলা এক ভাস্করের নাম নভেরা আহমেদ। ১৯৪৭ সালের দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানের প্রথম আধুনিক ভাস্কর ছিলেন তিনি। তার নাম জড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রণেতা হিসেবে।
সেই নভেরার ব্যক্তি জীবন ও তার শিল্পকর্মের কথা স্বল্পদৈর্ঘ্য ডকু ফিল্মে তুলে ধরেছেন নির্মাতা অনন্যা রুমা। গেলো বৃহস্পতিবার বিকালে রাজধানীর আলিয়ঁস ফ্রাঁসেজে এটি প্রদর্শিত হয়। এতে উপস্থিত ছিলেন- গুণী চিত্রশিল্পী মনিরুল ইসলাম, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা, নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত, শঙ্কর সাঁওজাল, চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ, আলিয়ঁস ফ্রাঁসেজের পরিচালক ফ্রাসোয়া, মিডিয়া ব্যক্তিত্ব ও বিটিভি’র সাবেক ডিজি খ ম হারুন, রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা লিটন কর, লেখক বিধান রুবেরু, সংগীতশিল্পী তানভীর আলম সজীব, সিঁথি সাহা প্রমুখ।
ডকু ফিল্ম সম্পর্কে অনন্যা রুমা জানান, গেল ডিসেম্বরে তিনি গিয়েছিলেন ইউরোপ ভ্রমণে। প্রধান উদ্দেশ্য ছিল- স্পেনে থাকা চিত্রশিল্পী মনিরুল ইসলামের ওপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য ডকু ফিল্মের শুটিং করা। সেটা শেষে গিয়েছিলেন ফ্রান্সে। প্যারিসে ব্যক্তিগত কৌতূহলের বশেই গিয়েছিলেন নভেরার মিউজিয়াম দেখতে। কিন্তু তাৎক্ষণিকভাবে পরিকল্পনা করেন স্বল্পদৈর্ঘ্য ডকু ফিল্ম নির্মাণের। নভেরার সমাধি থেকে মিউজিয়াম, সব ঘুরে দেখেছেন রুমা। যে কাজে তাকে সহায়তা করেছেন নভেরার স্বামী গ্রেগরি দ্য বুনস। তবে এই ডকু ফিল্মটির রসদ জোগাতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন ‘নভেরা বিভুঁইয়ে স্বভূমে’- বইয়ের লেখক আনা ইসলাম। নভেরার দুর্লভ ভিডিও সাক্ষাৎকারও ফ্রান্সের নির্মাতা ভিভিয়েন ভাগ্-এর কাছ থেকে সংগ্রহ করেছেন রুমা। যেগুলো তিনি তার নির্মিত ২২ মিনিট ব্যাপ্তির ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’ ডকু ফিল্মে ঠাঁই দিয়েছেন।

আরও পড়ুন

জনপ্রিয়
- চলে গেলেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা
- আদ্যন্তর ব্যান্ডের মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’
- মাহার ব্যস্ততা
- ‘চাইম’ ব্যান্ডের জিনপ্রিয় শিল্পী খালিদ মারা গেছেন
- ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’ মুক্তি পাবে শুক্রবার
- আবারও কানে আমন্ত্রিত ঋতি
- আসিফ আলতাফের গান ‘চিনবো না কথা দিলাম`
- অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের
- নাট্যপ্রযোজনা ‘ঊরুভঙ্গম’: ক্ল্যাসিক্যাল নাট্যভাষায় যুদ্ধবিরোধী মঞ্চবয়ান
- সাদী আসছেন পডকাস্টের দ্বিতীয় সিজন নিয়ে