শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫ || ৪ মাঘ ১৪৩১ || ১৬ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাইফের ওপর হামলাকারীর টার্গেটে কি শাহরুখ খানও ছিলেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২৩:০১, ১৭ জানুয়ারি ২০২৫

১২৭

সাইফের ওপর হামলাকারীর টার্গেটে কি শাহরুখ খানও ছিলেন

সাইফ আলী খানের ওপর হামলার পর তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যে ৩৫টি পৃথক দল গঠন করে তদন্তের কাজ শুরু করেছে তারা। সময়ের সঙ্গে সঙ্গে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যা উদ্বেগের জন্ম দিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আর এর মাঝেই নতুন এক তথ্য সামনে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। সাইফকে আক্রমণ করা দুর্বৃত্তকে চলতি সপ্তাহে শাহরুখের বাড়ি মান্নাতের আশপাশে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ধারণা করা হচ্ছে, শাহরুখের বাড়িও পর্যবেক্ষণ করতে গিয়েছিল ওই ব্যক্তি। এমনকি সাইফের ঘটনার পর তদন্ত দল মান্নাত পরিদর্শনেও গিয়েছিল বলে জানিয়েছে তারা।

তবে এই সংযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ।
পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ১৪ জানুয়ারি শাহরুখ খানের বাসভবনের কাছে একটি সন্দেহজনক গতিবিধি দেখা গেছে।

মান্নাতের পেছনের একটি লাগোয়া ঘরে ছয়-আট ফুট লম্বা লোহার সিঁড়ি স্থাপন করে এক ব্যক্তি প্রাঙ্গণটি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিলেন। পুলিশের সন্দেহ, সাইফ আলী খানের ওপর হামলায় জড়িত একই ব্যক্তি হতে পারে। মান্নাত থেকে উদ্ধার করা সিসিটিভি ফুটেজের ব্যক্তির উচ্চতা এবং গড়নের সঙ্গে সাইফের বাড়ির ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তির মিল রয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, এ ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। মান্নাতের পাশে পাওয়া লোহার সিঁড়িটি বেশ ভারী, একজন ব্যক্তির পক্ষে বহন করা খুব ভারী বলে মনে করা হচ্ছে, যা ইঙ্গিত দেয় এ ঘটনায় কমপক্ষে দুই থেকে তিনজন লোক জড়িত রয়েছে। যদিও এ ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেননি শাহরুখ, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাই পুলিশ আনুষ্ঠানিকভাবে দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগের দাবি অস্বীকার করেছে।

বুধবার মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। অভিনেতাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। অস্ত্রোপচার শেষে শঙ্কা কাটিয়ে এখন সেখানেই চিকিৎসাধীন এ অভিনেতা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank