মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ || ১৭ চৈত্র ১৪৩১ || ৩০ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গিটার বাজাতে বাজাতে অর্থহীনের সাবেক গিটারিস্টের মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

০১:০০, ২১ ডিসেম্বর ২০২৪

৩২৭

গিটার বাজাতে বাজাতে অর্থহীনের সাবেক গিটারিস্টের মৃত্যু

রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। পিকলুর বন্ধু সিপাত আলতামুস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিকলু ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম।

আশির দশকের মাঝামাঝিতে তিনি হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন।

অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের রাতের ট্রেন, গুটি ফ্রম হেল, নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank