শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫ || ৪ মাঘ ১৪৩১ || ১৬ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম স্ত্রীর মামলায় উদিত নারায়ণের ১০ টাকা জরিমানা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২১:৪৫, ১৮ ডিসেম্বর ২০২৪

১৫৯

প্রথম স্ত্রীর মামলায় উদিত নারায়ণের ১০ টাকা জরিমানা

নব্বই দশকে সুরের জাদুতে বলিউডের সংগীতে রাজ করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। আজও তার গানগুলো শোনা যায় মানুষের মুখে মুখে। আর সেই শিল্পীকে নাকি জরিমানা গুনতে হয়েছে, তাও আবার মাত্র ১০ টাকা!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহার কোর্টে উদিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে শেষ শুনানির দিন হাজির হননি তিনি। মূলত এই অপরাধেই উদিতকে ১০ টাকা জরিমানা করেছেন আদালত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে গায়কের নামে একটি মামলা দায়ের করেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। তাদের পুরোনো বৈবাহিক সম্পর্ক ঠিক করার জন্য এবং বৈবাহিক জীবন কাটানোর জন্য এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানান রঞ্জনার আইনজীবী অজয় কুমার।

সোমবার (১৬ ডিসেম্বর) এই মামলার চূড়ান্ত শুনানির দিন দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গায়ক নিজে তো হাজির ছিলেনই না, এমনকি তার পক্ষ থেকে অন্য কেউ জবাব দেননি। বিহারের সেই পারিবারিক কোর্টের বিচারপতি রাহুল উপাধ্যায় এদিন ১০ টাকার জরিমানা করেন উদিত নারায়ণকে এবং আগামী ২৮ জানুয়ারির মধ্যে তাকে জবাব দেওয়ার সুযোগ দেন।

কিন্তু কেন আবারও বৈবাহিক জীবন কাটাতে চান রঞ্জনা? তার কথায়, তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। তাই তিনি এখন তার স্বামী উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। তিনি আদালতের উপর আস্থা রাখছেন বলেও জানান। যদিও এখনও গায়কের তরফে কিছুই জানানো হয়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank