বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ || ৪ পৌষ ১৪৩১ || ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সবজি চাষে জয়া আহসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২০:০৭, ১০ ডিসেম্বর ২০২৪

১১৪

সবজি চাষে জয়া আহসান

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিছুদিন আগেই মুম্বাইয়ের এক ফিল্মফেয়ারে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানে জামদানি পোশাক খানিকটা ভিন্নভাবে পরিধান করেই সমালোচনা, কটাক্ষের মুখে পড়েন জয়া।

সেই রেশ না কাটতেই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন জয়া। তবে এবার কোনো সাজ বা পোশাক দিয়ে নয়, নিজেকে ভিন্ন কাজে ব্যস্ত রেখে জানান দিলেন, শহুরে জাঁকজমক থেকে বের হয়ে প্রকৃতিকে নিয়েও সঙ্গ দেওয়া উচিৎ।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে হঠাৎ একটি রিলস ভিডিওতে চোখ আটকে যায় নেটিজেনদের। সেখানে জয়াকে দেখা মেলে ভিন্নভাবে। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে; সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।

যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা মেলে। কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও।

সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’

তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের একাংশ আবার ধারণা করেছেন, এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে, যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank