বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গীতিকবি সংঘের সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার

২০:৩১, ১ ডিসেম্বর ২০২৪

৫৪

গীতিকবি সংঘের সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার

গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গায়ক-গীতিকবি জয় শাহরিয়ার।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৬ মেয়াদি গীতিকবি সংঘ বাংলাদেশের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যান্ডতারকা নকীব খান। নির্বাচনের অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন সঙ্গীতপরিচালক ফোয়াদ নাসের বাবু ও প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান (বাপ্পী খান), যুগ্ম সাধারণ সম্পাদক বাকীউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, অর্থ সম্পাদক এনামুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সাংস্কৃতিক সম্পাদক সাকী আহমদ, দপ্তর সম্পাদক আপন আহসান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তুষার হাসান এবং কার্যনির্বাহী সদস্য আশরাফ বাবু, আশফাকুল বারী, অধরা জাহান, রবিউল আওয়াল ও তালহা বিন পারভেজ।

চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে অ্যাডর্ন পাবলিকেশন ও গীতিকবি সংঘ বাংলাদেশের যৌথ প্রকাশনায় প্রকাশিত ‘সংঘজনের গীতিকবিতা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এই গ্রন্থে দেশের খ্যাতিমান গীতিকবি থেকে নবীন ১২৯ জন গীতিকবির সংক্ষিপ্ত জীবনী, ছবি, প্রত্যেকের সেরা ১০টি গানের তালিকা ও ১টি করে পূর্ণাঙ্গ গানের গীতিকবিতা রয়েছে। ‘সংঘজনের গীতিকবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, শহীদ মাহমুদ জঙ্গী, শহীদুল্লাহ ফরায়জী, লিটন অধিকারী রিন্টু, মিলন খান, গোলাম মোর্শেদ, নাসির আহমেদ, সালাউদ্দিন সজল, আসিফ ইকবাল, মিল্টন খন্দকার এবং অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান সম্পাদক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকাশক সৈয়দ জাকির হোসেনসহ উপস্থিত বরেণ্য গীতিকবিরা।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান বিদায়ী সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী। শপথের পর দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের সব শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এ সময় সংগীত পরিবেশন করেন তরুণ মুনশী, অটমনাল মুন, আশফাকুল বারী রুমন, জয় শাহরিয়ার, নাহিদ হাসান ও প্রিন্স রুবেল।

২০২০ সালের ২৪ জুলাই বাংলা গীতিকবিতার ঐতিহ্য সংরক্ষণ, মানোন্নয়ন এবং গীতিকবিদের অধিকার ও স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে গঠিত হয় গীতিকবি সংঘ বাংলাদেশ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank