জন্মদিনে আমাকে কেউ উপহার দেয় না, ভাবে ওর সবকিছুই তো আছে: শাহরুখ খান
জন্মদিনে আমাকে কেউ উপহার দেয় না, ভাবে ওর সবকিছুই তো আছে: শাহরুখ খান
বলিউড বাদশাহ আজ ৫৯ বছরে পা রাখলেন। ১৯৬৫ সালের আজকের দিনে ভারতের নয়াদিল্লিতে শাহরুখ খানের জন্ম। নব্বইয়ের দশক শুরু করে তিন দশক ধরে অভিনয় জীবনে তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। ৫৯-এ পা দিয়েও তিনি এখনও ২৫-এর তারুণ্যে ভরপুর।
শনিবার (২ নভেম্বর) জন্মদিন উদ্যাপন করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কয়েক বছর আগে তার জন্মদিনের সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কেক কেটেছিলেন তিনি। শৈশব থেকে আজকের স্টার শাহরুখের জন্মদিনের পাশাপাশি উঠে এল নানা কথা। তখন বাংলাদেশের গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান। বলিউডের কিং খান উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছিলেন বাংলাদেশিদের উদ্দেশে।
ছোটবেলার জন্মদিনের স্মৃতি সম্পর্কে জানতে চাওয়া হলে শাহরুখ খান বলেন, ‘সত্যি বলতে, ছোটবেলার স্মৃতি ভীষণই আবছা। আসলে তখন জন্মদিন উদ্যাপনের অতটা চল ছিল না। আর মনে রাখার মতো কোনো জন্মদিন ছোটবেলায় উদ্যাপন করিনি। ’৮৫ কিংবা ’৮৬ সালে হবে পাঁচ-ছয়জন বন্ধু আমাদের বাড়িতে আসত। আর আমি ওদের সঙ্গে কেক কাটতাম। স্কুলে পারলে টফি ও মিষ্টি নিয়ে যেতাম বন্ধুদের দেওয়ার জন্য।’
জন্মদিনে আপনার মা কি বিশেষ কিছু বানাতেন আপনার জন্য? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, সে রকম কিছু বানাতেন না। আমাদের রেস্তোরাঁ ছিল। জন্মদিনের দিন সেখান থেকে স্পেশাল খাবার আসত।’
জন্মদিনের দিন তার বাবা তাকে নিজের ব্যবহৃত পুরোনো জিনিস উপহার হিসেবে দিতেন- এই প্রসঙ্গে কিং খান বলেন, ‘আব্বা আমাকে পুরোনো টাইপরাইটার, ক্যামেরা, টেপ রেকর্ডারসহ আরও অনেক পুরোনো জিনিস উপহার হিসেবে দিয়েছিলেন।’ সেগুলো আজও কি আপনার কাছে আছে? জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘জন্মদিনে পাওয়া আব্বার উপহারগুলো আমি আজও সযত্নে তুলে রেখেছি।’
তারকা হওয়ার আগে কীভাবে জন্মদিন উদ্যাপন করতেন? জানতে চাইলে শাহরুখ বলেন, ‘বন্ধুরা মিলে সেলিব্রেট করতাম। বাড়িতে আত্মীয়রা আসতেন। আর তখন ল্যান্ডলাইন ছিল। ল্যান্ডলাইনে বন্ধুদের ফোন আসত। তবে কখনোই বিশেষ কিছু হতো না। কিছু মানুষ তার জন্মদিন নিয়ে খুবই উত্তেজিত থাকেন। আবার কেউ কেউ নিজের জন্মদিনকে ঘিরে খুব একটা উত্তেজনা দেখান না। আমি এই দ্বিতীয় দলে পড়ি।’
জন্মদিনে আজ পর্যন্ত পাওয়া সেরা উপহার কি? এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, ‘সব উপহারই সেরা। তবে আমার এক ভক্ত আমাকে তাবিজ উপহার দিয়েছিলেন। মজার ব্যাপার হলো, আমাকে কেউ উপহারই দিতে চায় না। সবাই বলে, একে কী দেব, ওর কাছে সবকিছুই তো আছে। তবে সারা বিশ্ব থেকে মানুষের ভালোবাসা ভরা শুভেচ্ছা পাই, তখন আমার হৃদয় ছুঁয়ে যায়।’ এবার জন্মদিনে পাওয়া সেরা উপহার কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো দেখা হয়নি। বাড়ি ফিরে দেখব কে কী দিয়েছে।’ আজকে পাওয়া সেরা শুভেচ্ছাবার্তা কি? প্রশ্নের উত্তরে কিং খান বলেন, ‘আই লাভ ইউ শাহরুখ’।
আব্রাম কী বলে শুভেচ্ছা জানাল? জানতে চাইলে শাহরুখ বলেন, ‘আব্রাম বলেছে, ‘হ্যাপি বার্থডে বার্থডে বয়’। আজ সকালে আমার বড় ছেলে আরিয়ান ওকে জিজ্ঞেস করে, জানিস আজকে কেন বিশেষ দিন? তার জবাবে আব্রাম বলে, ‘জানি, আজ আমার পাপার জন্মদিন।’ আরিয়ান আবার আব্রামকে প্রশ্ন করে, ‘আমাদের বাড়ির সামনে কেন এত ভিড় জানিস?’ তার জবাবে আব্রাম বলে, ‘জানি, আমার পাপা দেখতে খুবই ভালো, তাই এত ভিড়।’
তারকা হিসেবে প্রথম জন্মদিনের কথা মনে পড়ে? জিজ্ঞেস করলে কিং খান বলেন, ‘খুব সম্ভবত ১৯৯৮ হবে। আমার কিংবা আরিয়ানের জন্মদিনের দিন খুব বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই প্রথম বলিউডের প্রায় সব তারকা জন্মদিনের পার্টিতে এসেছিলেন। অমিতজি, শ্রীদেবীজিসহ আরও অনেক বিশিষ্ট মানুষ এদিন এসেছিলেন। এই দিনটা আমার কাছে খুব বিশেষ ছিল।’
কখন অনুভব করলেন আপনি একজন সুপারস্টার? জানতে চাইলে শাহরুখের জবাব ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে) ও কুছ কুছ হোতা হ্যায়-এর পরপরই প্রচুর মানুষের ভালোবাসা পেতে শুরু করি। সবাই বলল, আমার ছবি এখন ভালো চলছে। ডিডিএলজে সত্যিই ভালো ছবি। এই ছবি আমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল। তখন স্টার বলে ভাবিনি। তবে বুঝেছি আমি ভালো কাজ করছি। এই সিনেমাগুলোর পরপরই আমার এক জন্মদিনের দিন ফিল্ম সিটিতে প্রায় ৪৫ জন মানুষ ফুলের তোড়া নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি আমার ম্যানেজারকে জিজ্ঞেস করি এরা কারা। ম্যানেজার বলেন, এরা টিকিট ব্ল্যাকার। আমি সত্যি একটু অবাক হয়ে যাই। আমার সঙ্গে তারা কেন দেখা করতে এসেছেন। তখন তারা আমাকে বলেন, ‘আপনার জন্যই মানুষ আবার হলমুখী হয়েছে। আর আপনার জন্যই আমাদের ব্যবসা ভালো চলছে। ব্ল্যাকে টিকিট বিক্রি করে প্রচুর মুনাফা করেছি। তাই আজ আপনাকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি।’
আপনার ছবি কি মানুষের বাস্তব জীবনে প্রভাব ফেলে? এমন প্রশ্নের উত্তরে বলিউড বাদশাহ বলেন, ‘আমি এতে খুব একটা বিশ্বাস করি না। কিন্তু বাস্তব জীবনে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আমার ছবি দ্বারা মানুষ প্রভাবিত হয়েছে। আমি বুঝে উঠতে পারি না, এটা কী করে সম্ভব হয়। একটা ছবি দ্বারা মানুষ কীভাবে প্রভাবিত হয়। বিষয়টা আমাকে অবাক করে। চলচ্চিত্র তো একটা ম্যাজিক ইন্ডাস্ট্রি। আমার স্বদেশ ছবি দেখার পর অনেকে আবার এ দেশে ফিরে এসেছেন। ‘ওম শান্তি ওম’ ছবিতে দীপিকার হাত ধরে চলে যাওয়ার দৃশ্য দেখে আমার আড়াই বছরের ছেলে বলে ওঠে, ‘পাপা, তুমি যেয়ো না।’ ডিডিএলজে দেখার পর অনেকে বিয়ে করে ফেলেন। তবে সিনেমা মানুষকে পজিটিভ ও নেগেটিভ দুইভাবে প্রভাবিত করে। এই নয় যে আমি নেগেটিভ চরিত্রে কাজ করিনি। তবে এসবের পর একজন অভিনেতা হিসেবে দায়িত্ব অনেক বেড়ে যায়। তখন মনে হয় এমন কিছু করতে হবে, যার দ্বারা মানুষ উপকৃত হবে।’
শাহরুখকে জিজ্ঞেস করা হয়, ‘২৫ না ৫২, কোনটি অনুভব করছেন?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আমি এটা ঠিক বুঝি না। সত্যি বুঝে উঠতে পারছি না, আমি ২৫ বা ৫২। আমি এতগুলো বছর যা ছিলাম, তা-ই আছি। শরীরে ইনজুরি আছে, তবু সুস্থ আছি। আর মানুষের দায়িত্ব, পেশা এসবের প্রভাব তার স্বাস্থ্যের ওপর পড়ে। আজ আমাকে আমার পেশার কারণে অনেক সচেতন থাকতে হয়।’
আজকের এই বিশেষ দিনে আপনি কী চান? প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘গতকাল রাতে আমার শাশুড়ি মা আমাকে ফোন করে অত্যন্ত আবেগের সঙ্গে জানতে চেয়েছিলেন যে ‘আজকের রাতে আমি কী চাই।’ দেখুন, জীবনের প্রতি পর্যায়ে একেক রকম চাওয়া থাকে। যখন ছাত্র ছিলাম তখন এক রকম চাইতাম। তারপর বিয়ে হলো। বাবা হলাম। তখন অন্য চাওয়া। তবে একটা জিনিস সব সময় চাই, আমি যেন সুস্থ থাকি। সুস্থতার আগে কিছু নেই। আর আমার সন্তানেরা যেন সুস্থ থাকে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!