বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১ || ০৬ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানিকের ‘মায়াটান’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৪

৪১৩

মানিকের ‘মায়াটান’

মুক্তি পেল জীবনমুখী গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের নতুন গান ‘মায়াটান’। ইউটিউব চ্যানেল মানিক মিউজিকে প্রকাশিত হয়েছে এটি। শৈশবের স্মৃতি জাগানিয়া হাহাকার নিয়ে নির্মিত গানটির কথা ও সুর সাজিয়েছেন শিল্পী নিজেই। সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ।

গানটি প্রসঙ্গে মানিক বলেন, প্রত্যেকের জীবনকেই নানাভাবে অনুপ্রেরণা দেয় ফেলে আসা শৈশব। আবার কখনো নষ্টালজিয়ায় আক্রান্ত করে। জীবনের সোনালি দিনগুলোর মধুর স্মৃতিকে উসকে দিতেই ‘মায়াটান’ গানটি অদ্ভুত ভালো লাগা তৈরি করবে সবার মধ্যে। এই গানে শুধু শৈশব নয়, ব্রিটিশবিরোধী বিপ্লবী তিতুমীরের ঐতিহাসিক ঘটনার যোগসূত্রও তৈরি করা হয়েছে ভিডিওর কাহিনিচিত্রের মাধ্যমে।

জানা গেছে, পরবর্তী সময়ে ‘মায়াটান’ শিরোনামের গানটি যুক্ত হবে আপকামিং ‘বিপ্লবী তিতুমীর’ চলচ্চিত্রে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank