সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন মঞ্চ ব্যক্তিত্ব মান্নান হীরা

স্টাফ করেসপন্ডেন্ট

২১:৪০, ২৩ ডিসেম্বর ২০২০

আপডেট: ১০:৫৭, ২৪ ডিসেম্বর ২০২০

১৩৭৯

চলে গেলেন মঞ্চ ব্যক্তিত্ব মান্নান হীরা

দেশের মঞ্চ ও পথ নাটকের অন্যতম মুখ মান্নান হীরা মারা গেছেন (ইন্না ল্লিাহি....রাজিউন)। বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া হাসপাতালে মারা যান তিনি।

নাট্যঘনিষ্ঠদের সূত্রে জানা যায়, বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্নান হীরা দীর্ঘ দশক ধরে পথ নাটকের আন্দলনের সাথে যুক্ত ছিলেন। মঞ্চের জন্য লিখেছেন উল্লেখযোগ্য অনেক নাটক। লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।

২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম ও একমাত্র চলচ্চিত্র।

২০০৬ সালে তিনি নাটক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

নাট্য ব্যক্তিত্ব মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank