সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বলিউডের শীর্ষ ধনী শাহরুখ, সেরা দশে আর কারা?

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:৪৪, ১৯ জুন ২০২৪

২৯৪

বলিউডের শীর্ষ ধনী শাহরুখ, সেরা দশে আর কারা?

বলিউড-টালিউড তথা ভারতের অভিনেতা-অভিনেত্রীদের আয়ের মধ্যে সবার শীর্ষে আছেন শাহরুখ খান। বর্তমানে তিনি ৬ হাজার ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ফোর্বসের একটি তথ্য প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে জানা গেছে- ভারতের সব থেকে বেশি আয় করা ১০ অভিনেতার নাম। আর সবার ওপরে স্থান করে নিয়েছেন শাহরুখ খান। তাও আবার সবার থেকে অনেকটাই এগিয়ে। এর পরের তালিকায় জায়গা করে নিয়েছেন ভাইজানখ্যাত সালমান খান, আমির খান, আল্লু অর্জুন, অক্ষয় কুমার, রজনীকান্ত প্রমুখ। 
 
ভারতের বিনোদন জগতে বলিউড যে অনেকটা অংশজুড়ে রয়েছে, সেটি বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে হিন্দিভাষী দর্শকদের কাছে। তবে বিগত কয়েক বছরে দক্ষিণী ইন্ডাস্ট্রিও একটার পর একটা বাম্পার হিট ছবি দিয়ে নামিদামি পুরস্কার জিতে তাক লাগিয়ে দিচ্ছে। মানুষের মনে আগ্রহ জাগিয়েছে সেখানকার ছবি নিয়ে। উদাহরণ হিসেবে বলা যেতেই পারে— বাহুবলী, আরআরআর, পুষ্পা ইত্যাদি। 

এ ছবিগুলোর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সেখানকার অভিনেতাদের পারিশ্রমিক আর আয়ের পরিমাণও। তবে সদ্যই প্রকাশ্যে এসেছে— কে ভারতের সব থেকে বিত্তশালী অভিনেতা। আর সেখানে উঠে এসেছে শাহরুখ খানের নাম। স্থান করে নিয়েছেন সবার ওপরে। চলুন দেখে নেওয়া যাক অন্য অভিনেতা-অভিনেত্রীদের কার কথায় অবস্থান ।

এ তালিকায় সবার ওপরে আছেন শাহরুখ খান, যার মূল সম্পত্তির পরিমাণ ৬৩০০ কোটি টাকা। 

দ্বিতীয় স্থানে আছেন ভাইজানখ্যাত সালমান খান। তার মোট সম্পত্তি ২৯০০ কোটি টাকা। 

তৃতীয় স্থানে আছেন অক্ষয় কুমার। তার সম্পত্তির পরিমাণ ২৫০০ কোটি টাকা। 

চতুর্থ স্থানে আছেন আমির খান। তার মোট সম্পত্তি ১৮৬২ কোটি টাকা। 

পঞ্চম স্থান আছেন জোসেফ বিজয়, যিনি ৪৭৪ কোটি টাকার সম্পত্তির মালিক। 

ষষ্ঠ স্থানে আছেন রজনীকান্ত, তার মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ কোটি টাকা। 

সপ্তম স্থানে আছেন পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৫০ কোটি টাকা। 

অষ্টম স্থানে আছেন প্রভাস। তার সম্পত্তির পরিমাণ ২৪১ কোটি টাকা। 

নবম স্থানে আছেন অজিত কুমার, তার সম্পত্তির পরিমাণ ১৯৬ কোটি টাকা। 

দশম স্থানে আছেন কমল হাসান। তার সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank