বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাহার ব্যস্ততা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:০৬, ৬ এপ্রিল ২০২৪

আপডেট: ২৩:৩১, ৬ এপ্রিল ২০২৪

১৯৮৮

মাহার ব্যস্ততা

বর্তমান সময়ের ব্যস্ত উপস্থাপিকাদের একজন মাহমুদা মাহা। ঈদকে সামনে রেখে উপস্থাপনার পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকের সঙ্গেও যুক্ত হয়েছেন গুণী এই উপস্থাপিকা।

ঈদ উপলক্ষে দেশ টিভি ও দৈনিক সমকাল ডিজিটালের জন্য দুটো সেলিব্রেটি টক শো করেছেন। ঈদের দিন থেকে পাঁচ দিন শো দুটো প্রচার হবে। মাহা জানালেন, এ নিয়ে সমকালের জন্য টানা তৃতীয়বার ঈদের এ শো করেছেন তিনি।
 
এছাড়া মিউজিক্যাল ও এন্টারটেইনমেন্ট শো করেছেন কয়েকটি। পাশাপাশি বিটিভিতে ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ শো উপস্থাপনা করবেন তিনি।

দুটো বিজ্ঞাপনের কাজও করেছেন রোজায়। অভিনয় করেছেন একটি টিভি নাটকে। অনিমেষ আইচ পরিচালিত ‘যৌবন’ নামের নাটকটি বিটিভিতে ঈদে প্রচার হবে।

মাহার নিয়মিত কাজের মধ্যে চারটি শো যাচ্ছে আরটিভি, বিটিভি ও নাগরিকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank