বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথা ভেঙে প্রথমবার মিস ইউনিভার্স আসরে সৌদি সুন্দরী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:৪৭, ২৭ মার্চ ২০২৪

৪৫৪

প্রথা ভেঙে প্রথমবার মিস ইউনিভার্স আসরে সৌদি সুন্দরী

দীর্ঘদিনের প্রথা ভেঙে এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। দেশটি থেকে এই আসরে অংশ নেবেন রুমি আলকাহতানি, একজন ইনফ্লুয়েন্সার।

সোমবার (২৫ মার্চ) নিজের ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন রুমি। এছাড়া নিজের কিছু আবেদনময় ছবিও পোস্ট করেন তিনি।

ছবির সঙ্গে তিনি লিখেছেন, মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব।

খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি এর আগেও অনেক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

গত বছর মিস ইউনিভার্স হয়েছিলেন মিস নিকারাগুয়া শেইনিস পালাসিওস। দ্বিতীয় হন থাইল্যান্ডের আন্তোনিয়া পোরসিল্ড এবং তৃতীয় হন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। মিস ইউনিভার্স আসরে আগামী আসরটি মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank