সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই বাংলার ভার্চুয়াল সৌমিত্র স্মরণাঞ্জলি শুক্রবার সন্ধ্যায়

নিউজ ডেস্ক

১৬:৪৮, ১৭ ডিসেম্বর ২০২০

১৪৭৬

দুই বাংলার ভার্চুয়াল সৌমিত্র স্মরণাঞ্জলি শুক্রবার সন্ধ্যায়

পশ্চিমবঙ্গের সদ্যপ্রয়াত বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় স্মরণে দুই বাংলায় স্মরণাঞ্জলি আয়োজন করা হয়েছে। ‘অপুর সংসার থেকে অপার সংসারে সৌমিত্র চট্টোপাধ্যায়’ শীর্ষক আলাপনটি শুক্রবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ-ভারত দু’দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিক, গবেষক, মিডিয়া এডুকেটর্সদের (নিরীক্ষাধর্মী তৎপরতা) প্ল্যাটফর্ম ‘ইন্দো-বাংলা মিডিয়া এডুকেটর্স নেটওয়ার্ক’ বাংলাদেশের মাল্টিমিডিয়া ডিজিটাল অনলাইন পোর্টাল ‘অপরাজেয় বাংলা’ যৌথভাবে এই স্মরণাঞ্জলির আয়োজন করছে। 

পশ্চিমবঙ্গের তরুণ আলোকচিত্রী এবং প্রামাণ্যচিত্র গবেষক, সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের কৃতী প্রাক্তন শিক্ষার্থী কোয়েল মুখার্জির সঙ্গে আলাপচারিতার সঞ্চালকের দায়িত্ব পালন করবেন ‘ইন্দো-বাংলা মিডিয়া এডুকেটর্স নেটওয়ার্ক’র অন্যতম সমন্বয়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

বাংলাদেশ সময় রাত আটটায় এবং ভারতীয় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই আলাপন শুরু হবে। যা ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করবে ‘অপরাজেয় বাংলা’।

দুই বাংলায় সৌমিত্র চট্টপাধ্যয় ছিলেন আকাশসম জনপ্রিয়। তার অভিনীত প্রতিটি চরিত্র ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে সমানে মূর্ত হয়ে উঠতো। সৌমিত্রের শারিরীক মৃত্যু শোকের হলেও সৌমিত্র একটি উদযাপানের নাম। এতটা বর্ণাঢ্য জীবন যার, তার ব্যক্তিত্ব, মূল্যবোধ বাঙালির চিরপাথেয় হয়ে থাকবে। আর সে কারণে যখনই সৌমিত্র নিয়ে আলোচনা তখনই তাতে দুই বাংলা একাকার। এই আলোচনা দর্শক আকৃষ্ট করবে এমনটাই প্রত্যাশা সঞ্চালক রাজীব নন্দীর। 

‘বাংলাদেশ তো আমার প্রিয় জায়গা। নিজের দেশ ভাবতেই ভালোবাসি। ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা আমাকে গভীরভাবে নাড়া দেয়। এসব নিয়ে আমি ভাবি। বাংলাদেশের চট্টগ্রামের বন্ধুর সাথে আলাপের সুযোগটি মিস করলাম না, আলাপন পূর্ব প্রতিক্রিয়ায় বলছিলেন অতিথি কোয়েল মুখার্জি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank