রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:২৬, ১৩ মার্চ ২০২৪

আপডেট: ২২:৩৭, ১৩ মার্চ ২০২৪

৫২১

সংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

সাদী মহম্মদ, ছবি: সংগৃহিত
সাদী মহম্মদ, ছবি: সংগৃহিত

কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। তবে প্রথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সাদী মহম্মদ এর পারিবারিক বন্ধু বিশিষ্ট নৃত্যশিল্পী শামীম আরা নীপা জানান, ‘মায়ের মৃত্যুর পর থেকেই তিনি একটা ট্রমার মধ্যে চলে যান। মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। বুধবার রোজা রাখলেন। ইফতারও করলেন। এরপরই তিনি নীরবে না ফেরার দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছি।’

সাদি মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank