বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নীল সিনেমার নায়িকার সোফিয়া লিওনের মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:০০, ১০ মার্চ ২০২৪

৭৯৬

নীল সিনেমার নায়িকার সোফিয়া লিওনের মৃত্যু

মারা গেছে অ্যাডাল্ট ছবির তারকা সোফিয়া লিওন। জানা গেছে, অভিনেত্রীর পরিবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

সোফিয়ার সৎ বাবা মাইক রোমেরো মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন। আপাতত তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। বিগত কয়েক মাসে অ্যাডাল্ট ছবির একাধিক তারকার মৃত্যু সামনে এসেছে। তাই সোফিয়ার চলে যাওয়া নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

গত সপ্তাহে মিয়ামির বাসিন্দা সোফিয়া নেটমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন। পয়লা মার্চ সোফিয়াকে নিজের ফ্ল্যাটে অচৈতন্য উদ্ধার করা হয়। কীভাবে তার মৃত্যু হলো তা নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।

অভিনেত্রীর বাবা জানান, তার কন্যা পশুপাখি খুব ভালোবাসতেন। বিশেষ করে তিন পোষ্যকে খুবই স্নেহ করতেন। তার কথায়, ‘ও (সোফিয়া) ঘুরতে খুব ভালোবাসত। সকলের মুখে হাসি ফোটাতে পারত।’

গত তিন মাস ধরে অ্যাডাল্ট ছবির তারকাদের মৃত্যুর খবর শিরোনামে উঠে আসছে। প্রথমে কাগনি লি’র মৃত্যু হয়। এরপর জানুয়ারিতে জেসি জেনকে ওকলাহোমায় তার প্রেমিক ব্রেট হাসেনমুলারের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank