শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫ || ১০ মাঘ ১৪৩১ || ২১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মা হলেন অভিনেত্রী গ্যাল গ্যাডট

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:২৩, ৭ মার্চ ২০২৪

৪৫৯

মা হলেন অভিনেত্রী গ্যাল গ্যাডট

চতুর্থবারের মতো মা হলেন ‌‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। বুধবার (৬ মার্চ) এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ তারকা। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।

ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করেছেন গ্যাল গ্যাডট। হাসপাতালের বিছানা থেকে প্রকাশ করা ওই ছবির সঙ্গে লিখেছেন, ‘‘আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। বাচ্চা নেওয়াটা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ ‌‌‘আমার আলো’। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউজ অব গার্লসে স্বাগতম... বাবাও খুব খুশি।’’

এদিকে অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে রীতিমতো অভাক তার ভকতরা। কেননা এর আগে কখনও এ বিষয়ে ভকোনো আভাস দেননি এ তারকা। তাই মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন বিস্ময়।

২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে—আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তাঁরা। এবার তাঁদের কোল আলোকিত করে এসেছে ওরি।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank