রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৪: যারা এবার বাজিমাত করলেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৪

৪৪৯

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৪: যারা এবার বাজিমাত করলেন

সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস। রোববার (৪ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয়েছে আয়োজনটির মধ্য দিয়ে। এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া।

এবারের গ্র্যামি আসরে চার তারকার জয়জয়কার। তারা হলেন টেইলর সুইফট, মাইলি সাইরাস, বিলি আইলিশ এবং ফোবি ব্রিজার্স। ফোবির চারটি পুরস্কার জয় ছিল গ্র্যামি নাইটের অন্যতম আকর্ষন। বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন টেইলর সুইফট। ‘মিডনাইটস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

ইতিহাস গড়েছেন টেইলর সুফইট। তিনিই প্রথম শিল্পী যিনি চতুর্থ বার সেরা অ্যালবামের গ্র্যামি জিতলেন ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য রেকর্ড অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস। সেরা একক পপ পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি।

সেরা গান নির্বাচিত হয়েছে বিলি আইলিসের বার্বি সিনেমার ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’। সেরা ‘আর অ্যান্ড বি’ গানের পুরস্কার জিতেছেন এসজেডএ (স্নুজ)। সেরা প্রগতিশীল ‘আর অ্যান্ড বি’ অ্যালবামের (স্নুজ) পুরস্কারও ঘুরে তুলেছেন এসজেডএ। ফোবি ব্রিজার্স-এর সঙ্গে সেরা যৌথ পারফরম্যান্সের পুরস্কারও ঘরে তুলেছেন এসজেডএ।

সেরা মেটাল পারফরম্যান্সের পুরস্কার জিতেছে ‘মেটালিকা।’ সেরা রক গান হয়েছে ‘নট স্ট্রং এনাফ (জুলিয়েন বেকার)। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হলো ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। শঙ্কর মহাদেবন, উস্তাদ জাকির হুসেন এই ব্যান্ডের সদস্য। পুরস্কৃত হয়েছে ভারতীতের শঙ্কর মহাদেবন ও উস্তাদ জাকির হুসেন।

একনজরে গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ডসজয়ীরা

অ্যালবাম অব দ্য ইয়ার : টেইলর সুইফট (মিডনাইটস)

বেস্ট পপ অ্যালবাম : টেইলর সুইফট (মিডনাইটস)

রেকর্ড অব দ্য ইয়ার : মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)

বেস্ট পপ সলো পারফরম্যান্স : মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’

বেস্ট নিউ আর্টিস্ট : ভিক্টোরিয়া মোনেট

সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান)

বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’

বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’

বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’

অলটারনেটিভ অ্যালবাম অব দ্য ইয়ার : ফোবি ব্রিজেসের ‘বয়জিনিয়াস’

বেস্ট রক সং : ফোবি ব্রিজার্সের ‘নট স্ট্রং এনাফ’, অ্যালবাম ‘বয়জিনিয়াস’

বেস্ট রক পারফরম্যান্স : ফোবি ব্রিজার্সের ‘নট স্ট্রং এনাফ’, অ্যালবাম ‘বয়জিনিয়াস’

বেস্ট ডুয়েট/গ্রুপ পপ সং : ফোবি ব্রিজার্স ও সিজা’র ‘ঘোস্ট ইন দ্যা মেশিন’

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৪ : বাজিমাত করলেন যারা

ফোবি ব্রিজার্স পেয়েছেন চারটি পুরস্কার

বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’

বেস্ট র‌্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’

বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank