বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১১ বছর প্রেমের পর বিয়ে করেছেন মডেল পল্লব

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯:৫০, ১৬ জানুয়ারি ২০২৪

৫৫৯

১১ বছর প্রেমের পর বিয়ে করেছেন মডেল পল্লব

দীর্ঘ ১১ বছরের প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করেছেন নব্বই দশকের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। তার স্ত্রীর নাম ওয়াহিদা রাহী। পারিবারিক আয়োজনে গত বছরের ১৩ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। তবে এতদিন পর্যন্ত বিয়ের খবরটি প্রকাশ্যে আনেননি।

এ বিষয়ে পল্লব বলেন, ‘আগামী ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’

পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি, বিয়ে তো করলাম মাত্র।’

জানা গেছে, ২০১২ সালে পল্লব-রাহীর প্রথম পরিচয়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন। সেখান থেকেই প্রেম এরপর বিয়ে। বর্তমানে স্ত্রী রাহীকে নিয়ে সাভার ব্যাংক টাউন এলাকার বাস করছেন পল্লব।

এই মডেলের স্ত্রী আরও বলেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করেছি। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখা হতো, ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিই। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেলি।’

বিয়ে না করায় পল্লবের মা অনেক বেশি চিন্তিত ছিলেন। কয়েক বছর ধরে নানাভাবে চেষ্টা করেন ছেলেকে বিয়ে দেওয়ার। অবশেষে মায়ের ইচ্ছা পূরণ হয়েছে। এ বিষয়ে পল্লব বলেন,  ‘ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতে আমিও খুশি।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank