আমার কোনো সংসার নেই: শবনম ফারিয়া
আমার কোনো সংসার নেই: শবনম ফারিয়া
নিজের করা নানা মন্তব্যে ও ফেসবুক পোস্টের কারণে মাঝে মাঝে খবরের শিরোনাম হন শবনম ফারিয়া। পরে তা নিয়ে সমাজ মাধ্যমে সমালোচনা শুরু হলে বিপরীতমুখী অবস্থান নেন তিনি। দাবি করেন, তার কথার ভুল ব্যাখ্যা প্রকাশ করেছেন সাংবাদিকরা।
এবারও তেমন একটি ঘটনা ঘটল। গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে গণমাধ্যমকর্মীদের নিয়ে বৈষম্যমূলক ও আপত্তিকর কথা লিখেছেন।
ফারিয়া লিখেছেন, ‘আমার অত্যন্ত ব্যক্তিগত বিষয়ে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত কিছু সংবাদ দেখে আমি যারপরনাই বিরক্ত। আমি সাধারণত নির্দিষ্ট কয়েকজন মানসম্পন্ন সাংবাদিক ব্যতীত অন্য সাংবাদিকদের সাথে কোনো ধরনের আলাপচারিতায় যেতে চাই না, কারণ তারা আমার সাক্ষাৎকার কিংবা কথোপকথন থেকে নিজেদের মনগড়া ব্যাখ্যা এবং তথ্যবিকৃতি করে সংবাদ উপস্থাপন করে মূলত বাড়তি বাজার কাটতির জন্য, সাথে রয়েছে চটকদার শিরোনাম।’
একটা সময় ছোটপর্দায় ফারিয়াকে নিয়মিত দেখা যেত। কিন্তু ধীরে ধীরে কাজ কমিয়ে দেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সম্প্রতি একটা লম্বা বিরতির পর আমার অভিনীত একটি ওয়েবসিরিজ এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে, নতুন এই কাজের প্রমোশনের জন্য আমি খুব স্বল্প পরিসরে ইন্টারভিউ দিয়েছি, এমনকি হইচই থেকে নির্ধারিত বেশ কয়েকটি অনুষ্ঠানেও আমি যোগ দেইনি এই ভেবে যে, আমি যাই বলি তারা যা ইচ্ছা তা শিরোনাম দিয়ে সংবাদ করে, যা আমার ও আমার পরিবারের জন্য বিব্রতকর! বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। যদিও এটি আমার পক্ষ থেকে কিঞ্চিৎ অপেশাদার আচরণ ছিল, তবুও আমি হইচইয়ের কাছে কৃতজ্ঞ তারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’
প্রকাশিত এক সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরে ফারিয়া লিখেছেন, “গত শনিবারে একজন সাংবাদিক আমাকে ফোন করেন, আমি বলি ‘মোবারকনামা’ছাড়া আমি অন্য কোনো বিষয়ে কথা বলতে উৎসাহী না এই মুহূর্তে। কথার এক প্রসঙ্গে তিনি বলেন, নাটকে কেন কাজ করছি না? জবাবে আমি জানাই, ‘যেসব কাজ আসছে আমার কাছে, যেসব নামে কাজ আসছে আমি সেসব নাটকে কাজ করতে চাই না। আমি যে ধরনের কাজ করতে চাই, ঠিক সেই ধরনের স্ক্রিপ্ট আসছে না, বিষয়টা এমন না যে কাজ করতে চাই না’।”
ফারিয়া লিখেছেন, “এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমানে আমি স্নাতকোত্তর সম্পন্ন করছি, যা একদম শেষের দিকে। গত দুইবছর স্নাতকোত্তর ঠিকভাবে করার জন্যই কিন্তু আমি কাজ থেকে বিরতি নিয়েছিলাম। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি দুইটা ওয়েব ফিল্ম, একটা ওয়েব সিরিজ, দুই বা তিনটি ওভিসি ও বিজ্ঞাপন করেছি। প্রথমদিকে আমি ‘মা বাবা ভাই বোন’ নামের একটা ধারাবাহিকে কাজ করতাম, কিন্তু শুটিং বা পড়াশোনা একসাথে করতে না পেরে শেষের দিকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এ কাজটা শেষ হাওয়ার পর সিদ্ধান্তে আসি, আমি সবকিছু মিলিয়ে এত চাপ আর নিব না! যেহেতু আবার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু করেছি, তা ঠিকভাবে শেষ করেই তারপর কাজে ফিরব।”
তিনি আরও লিখেছেন, ‘যেহেতু এখন প্রতিদিন শুটিং করি না আগের মতো অবশ্যই আমার আয় আগের মতো না, অবশ্যই আমাকে আমার সেভিংস থেকেও অনেক সময় খরচ করতে হয়, সেটাতো স্বাভাবিক একটা ঘটনা! মানুষ তো টাকা জমায় প্রয়োজনেই। এটা একটা সংবাদ কীভাবে হতে পারে? আমি সংসার চালাই, এই তথ্য সাংবাদিকরা কোথায় পেলেন?’
এ ধরনের সংবাদের প্রতিবাদ জানিয়ে ফারিয়া লেখেন, ‘আমি সিঙ্গেল। আমার কোনো সংসার নাই। পরিবার বলতে আমি আর আমার মা। আমার মা তার নিজ বাড়িতে থাকেন, আমার বাবা একজন চিকিৎসক এবং প্রথমশ্রেণীর উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। আল্লাহতালার রহমতে আমার পারিবারিক অর্থনৈতিক অবস্থা এমন যে সম্ভবত আমি আর কখনও আয় না করলেও অর্থনৈতিক কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সেইটাও মূল কথা না। শুধু মাত্র একটা ক্লিকের জন্য বিব্রতকর শিরোনামে সংবাদ প্রকাশের একটি ট্রেন্ড চালু হয়েছে, আমি তার প্রতিবাদ জানাই।’
সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!