রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়কান্ত আর নেই

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:০০, ২৮ ডিসেম্বর ২০২৩

৪৭৩

জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়কান্ত আর নেই

মারা গেছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কান্ত। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি, সঙ্গে শ্বাসকষ্টও ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল। সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন বিজয়কান্ত। তার ছবি তেলেগু ও হিন্দি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে।

‘ক্যাপ্টেন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকেরা মনে রাখবেন তাকে। চার দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বেশির ভাগই অ্যাকশন সিনেমা। ২০টিরও বেশি সিনেমায় বিজয়কান্তকে পুলিশ কর্মকর্তার চরিত্রে পাওয়া গেছে।

২০০৫ সালে রাজনৈতিক দল দেশীয় মুকপক্কু দ্রাবিড় কাজাঘম (ডিএমডিকে) গঠন করেন বিজয়কান্ত। ২০০৬ সালে বিধানসভার ভোটে জিতেছিলেন তিনি। মাঝে বিজেপির সঙ্গে জোটও করেছিল ডিএমডিকে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank