মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভিসা জটিলতায় ভারত যেতে পারলেন না শাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:৪২, ২২ অক্টোবর ২০২৩

৪৭২

ভিসা জটিলতায় ভারত যেতে পারলেন না শাকিব খান

প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে চলেছেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত ছবির নাম ‘দরদ’। গেল ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে এর শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সেজন্য ১৫ অক্টোবর মুম্বাই উড়াল দেওয়ার কথা ছিল এ নায়কের। কিনি এখন পর্যন্ত যেতে পারেননি ঢালিউড সুপারস্টার।

জানা গেছে, ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি শাকিব খান। এখন কবে সেখানে যাবেন, সেটাও ঠিক হয়নি।

ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে। তিনি বলেন, ‘শাকিব খানসহ বাংলাদেশে যেসব শিল্পী এই ছবির শুটিংয়ে ভারত যাবেন, তাদের সবার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। কিন্তু এখনও ভিসার অনুমতি হয়নি। কারণ, এই আবেদনের সঙ্গে ভারতের মন্ত্রণালয়েরও অনুমতি লাগে। সেটির জন্য অপেক্ষা করছিলাম। ২০ অক্টোবর ভারত সরকার সেই অনুমতি দিয়েছে। ইতোমধ্যে ভারত থেকে অনুমতি মেইল করা হয়েছে। আশা করছি দ্রুতই ভিসা হয়ে যাবে।’

তাহলে কবে নাগাদ শাকিব খান শুটিংয়ে ভারতে যাচ্ছেন—জানতে চাইলে ওই প্রযোজক বলেন, ‘এখন ভারতের অনুমতিপত্র জমা দেব। এরপর তথ্য মন্ত্রণালয় এটি বিচার–বিশ্লেষণ করে ভিসা দেবে। আশা করছি এ সপ্তাহেই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে। শাকিব খান কবে ভারতে যাচ্ছেন, তা ভিসা পাওয়ার ওপরই নির্ভর করছে।’

কিবরিয়া জানান, আজ রোববার ছবির ভারতীয় কারিগরি টিম, কলাকুশলী শুটিং লোকেশন বেনারস পৌঁছে যাবে।

ছবির বাংলাদেশি পরিচালক অনন্য মামুন এই মুহূর্তে ভারতের মুম্বাইতে আছেন। ভিসার ব্যাপারে সেখান থেকে তিনি বলেন, ‘ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড বোর্ড কাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।’

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় ছবিটি তৈরির কথা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank