অসুখ, বিপদ না এলে মানুষ চেনা যায় না: পরীমণি
অসুখ, বিপদ না এলে মানুষ চেনা যায় না: পরীমণি
কয়েক দিন ধরেই অসুস্থ পরীমণি। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। অসুস্থ হয়ে বুঝতে পারছেন সুস্থতার মতো বড় নেয়ামত নেই। তবে সামাজিক মাধ্যমে এ কথা জানানোর পাশাপাশি পরী আরও জানিয়েছেন মাঝেমধ্যে অসুখ-বিসুখ ও বিপদ-আপদ না এলে মানুষ চেনা যায় না।
পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝেমধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না।’
এরপর লিখেছেন, ‘একটা সময় অনেকের মতো আমারও মনে হতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নেই বা সেটা রাখার দরকারও নেই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর। বিশ্বাস করুন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছ— জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু বোঝায় কখনও কখনও জীবনে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি মোটেও সেলফিশ ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি যে যেমন আমি তেমন লোক হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।’
সবশেষে এ নায়িকা লেখেন, ‘আমি আমার স্টাফদের যত্ন,ভালোবাসা,আন্তরিকতার কাছে ঋনী। এরাই আমার পরিবার। অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে! যাই হোক, মা-ছেলের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?’
বর্তমানে অভিনেত্রী বিরতি ভেঙে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের একটি ছবির শুটিং শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।
এছাড়া পরী যুক্ত হয়েছেন ‘রঙ্গিলা কিতাব’ নামের এক ওয়েব সিরিজে। এর নির্মাতা অনম বিশ্বাস। পাশাপাশি রায়হান রাফীর নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিনেমায়ও যুক্ত হয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!